গাজায় থেকে নতুন করে ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে ইসরাইল। ইসরাইলের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তা ‘সমুদ্রে এক ফোঁটা’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার।
রোববার গাজা উপত্যকার কিছু জায়গায় চলমান যুদ্ধে ‘সামরিক বিরতি’ ঘোষণা করেছে ইসরাইল। তারা বলেছে, এতে গাজায় ক্ষুধার সমস্যা মেটাতে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে।
এদিকে, জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার বিবিসি টুডে প্রোগ্রামে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, গতকালের ত্রাণ বিতরণ ছিল একটি শুরু কিন্তু গাজার বেসামরিক জনগণের যা প্রয়োজন তার সমুদ্রের এক ফোঁটা।
৪২ দিনের যুদ্ধবিরতি চলাকালীন প্রতিদিন ৬০০-৭০০টি ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করছিল, কিন্তু ইসরাইল বলেছে যে গতকাল গাজা ১২০টি ট্রাক ত্রাণ পেয়েছে।
এই যুদ্ধবিরতি জানুয়ারীতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পুনরায় প্রবেশের পর থেকে কার্যকর হয়েছিল।

এদিকে, আগামী কয়েক দিন গাজায় আরও অনেক সাহায্য পৌঁছে দেয়া প্রয়োজন বলেও জানান টম। বলেন, জাতিসংঘ এবং তার অংশীদাররা আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার সকলের কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে পারবে যদি তাদের দলগুলোকে সীমান্ত ক্রসিংয়ে প্রবেশাধিকার দেয়া হয়।
এছাড়া ইসরাইলের বাস্তবায়িত মানবিক বিরতি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে, যা স্পষ্টতই অপর্যাপ্ত বলেও মন্তব্য করেন জাতিসংঘের মানবিক প্রধান।
গাজায় অনাহার বন্ধ করার জন্য সপ্তাহ বা মাসব্যাপী একটি টেকসই সময় থাকা প্রয়োজন এবং শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানান টম।