গাজায় হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে হামাস ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের কাছে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমরা তাদের (জিম্মিদের) ফিরিয়ে আনার কাছাকাছি চলে এসেছি। ট্রাম্প আরও বলেন, ‘অনেকে ফিরে এসেছে, অনেকেই খুব ভালো আছে। কেউ কেউ বেশ খারাপ অবস্থায় ফিরে এসেছে। তারা ঠিক আছে। আমার মনে হয় তারা দীর্ঘ সময়ের জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ যদি আপনি বসে তাদের সাথে কথা বলেন, বুঝতে পারবেন।’
তিনি আরও বলেন, এখনো আটক জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা অগ্রগতি করছি। আমরা ইসরাইলের সঙ্গে কথা বলছি, হামাসের সঙ্গে কথা বলছি।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জিম্মিদের পরিবারগুলোকে একই রকম বার্তা দিয়েছেন।
উইটকফকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, আলোচনা অনেক দূর এগিয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।
টাইমস অব ইসরাইল বলছে, শুক্রবার মিশর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির একটি খসড়া প্রস্তাব ইসরাইলের কাছে হস্তান্তর করেছে।মিশরের এই প্রস্তাবে ৪০ থেকে ৭০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ে আটজন জীবিত জিম্মি এবং আটজন মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেন, হামাস এখনো প্রস্তাবটি দেখেনি এবং এটিতে রাজি হবে কি না তারও কোনো ইঙ্গিত নেই।

তবে কিছু ইসরাইলি কর্মকর্তাদের দাবি, আলোচনার বিষয়ে হামাসের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বেশি।
ট্রাম্পের বিবৃতির পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনাকারী দল এবং ইসরাইলি নিরাপত্তা প্রধানদের সঙ্গে জিম্মিদের বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করেছেন।