ইসরাইলি বাহিনী গাজায় ‘শখের বশে’ শিশুদের হত্যা করছে এবং ইসরাইল একটি ‘অযোগ্য’ রাষ্ট্রে পরিণত হচ্ছে। মঙ্গলবার (২০ মে) এমন মন্তব্য করেছেন ইসরাইলের বিরোধী দলের একজন শীর্ষ নেতা।ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেয়া এক সাক্ষাৎকারে বামপন্থি এবং বিরোধী ডেমোক্র্যাট দলের প্রধান ইয়ার গোলান বলেছেন, ‘সুস্থ দেশের মতো আচরণ করতে না পারলে, ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হওয়ার পথে আছে।’
তিনি আরও বলেন, একটি সুস্থ দেশ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শখের বশে শিশুদের হত্যা করে না এবং মানুষকে বিতাড়িত করার পদক্ষেপ নেয় না।
নেতানিয়াহু সরকার প্রতিহিংসাপরায়ণ ব্যক্তিতে পরিপূর্ণ উল্লেখ করে গোলান বলেন, ‘তাদের কোনো নীতিবোধ নেই এবং সংকটের সময় দেশ পরিচালনার ক্ষমতা নেই। এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে।’

এদিকে ইয়ার গোলানের এই বক্তব্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
গোলানের বক্তব্যকে ‘রক্তপাতের অপবাদ’ এবং ‘বন্য উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু।