ফিলিস্তিনের গাজায় ৩৬টি ইসরাইলি হামলায় শুধু নারী ও শিশু নিহত হয়েছে। হামলার বিশ্লেষণে দেখা গেছে এমন চিত্র। শুক্রবার (১১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের তদন্তকারীরা গাজায় সাম্প্রতিক চালানো ইসরাইলি হামলা পরীক্ষা করে দেখেছেন, কমপক্ষে ৩৬ টি হামলায় যারা মারা গেছেন তারা কেবল নারী ও শিশু।
একটি সংবাদ সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের আবাসিক ভবন এবং তাঁবুতে ইসরাইলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি সতর্ক করে বলেন, গাজা জুড়ে সামরিক হামলা ‘কোথাও কোন নিরাপদ জায়গা রাখেনি।’
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, প্রায় ৩৬টি হামলায় এখন পর্যন্ত কেবল নারী ও শিশুই নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার অফিস আরও সতর্ক করে বলেছে, ইসরাইলি উচ্ছেদের আদেশ বাড়ানোর ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের জায়গা কমে আসছে এবং মানুষকে ‘জোরপূর্বক স্থানান্তর’ করতে বাধ্য করছে।
এদিকে, জাতিসংঘের মুখপাত্র আরও জানান, ৬ এপ্রিল দেইর আল বালাহে আবু ইসা পরিবারের একটি আবাসিক ভবনে হামলা হয়। যেখানে এক মেয়ে, চার নারী, এবং এক চার বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।