গাজায় একটি ত্রাণ কেন্দ্রের কাছে আবারও ইসরাইলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হয়েছেন।হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন মতে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে ব্যাপক ভিড় সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীর মন্তব্য জানতে চেয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরাইলি সেনারা গুলি চালায় ও গোলা বর্ষণ করে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন খাবার সংগ্রহের জন্য।
আহত অনেককে নাসের হাসপাতালে ফ্লোরেও চিকিৎসা নিতে দেখা গেছে।