গাজার পথে মাঝ সমুদ্রে বিস্ফোরক গ্রেটা

Spread the love

পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে বহনকারী একটি জাহাজ মাঝপথে আটকে দিল ইজরায়েল। জানা গিয়েছে, মাঝ সমুদ্রে থানবার্গের সেই জাহাজে ঢুকে পড়ে ইজরায়েলি বাহিনী। জাহাজটিতে থানবার্গসহ ১১ জন আরোহী ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামক এক প্যালেস্তাইনপন্থী সংগঠন এই জাহাজটি পাঠিয়েছিল গ্রেটা থানবার্গের জন্য। মেডেলিন নামের জাহাজটি গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।

জেরুসালেম পোস্টের মতে, মেডেলিনের অপারেটররা টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছিল যে আইডিএফ ভোর ৩টের দিকে তাদের জাহাজে পৌঁছেছিল। সেখানে উপস্থিত সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে এবং ইজরায়েলি নৌবাহিনী জাহাজটিকে আশদোদ বন্দরে নিয়ে যাচ্ছে। এদিকে গ্রেটা থানবার্গ দাবি করেছেন, তাঁকে নাকি অপহরণ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি নৌবাহিনী মেডেলিনের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জাহাজটিকে গতিপথ পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল। এর আগে ত্রাণ বহনকারী যে জাহাজটিতে পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ ছিলেন, সেটিকে গাজা উপত্যকায় পৌঁছাতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, গাজা ভূখণ্ডে হামাস যাতে অস্ত্র আমদানি না করতে পারে, তার জন্য নৌ অবরোধ চলছে। সেই অবরোধ ভাঙতে কাউকে অনুমতি দেবে না ইজরায়েল। এদিকে সেই অবরোধ ভেঙে গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার মিশন নিয়ে ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করেছিল গ্রেটা থানবার্গের জাহাজ। গাজা ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকট সম্পর্কে বিশ্বকে সচেতন করাও এই যাত্রার অন্যতম লক্ষ্য ছিল।আন্দোলনকারীরা জানিয়েছেন, রবিবার তারা গাজার জলসীমায় পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। জাহাজে অন্য আরোহীদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য ও প্যালিস্তিনীয় বংশোদ্ভূত রিমা হাসানও ছিলেন। প্যালেস্তিনীয়দের প্রতি ইজরায়েলের নীতির বিরোধিতা করায় তাদের ইজরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত মাসেও ফ্রিডম ফ্লোটিলা নৌকাটি সমুদ্রপথে গাজায় পৌঁছানোর একটি ব্যর্থ প্রচেষ্টা করেছিল। তবে এই গোষ্ঠীর অন্য একটি নৌকা মাল্টার আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর সময় দুটি ড্রোন দ্বারা আক্রান্ত হয়েছিল। গোষ্ঠীটি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। হামলায় নৌকার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *