গান শুনতে শুনতে সামনের গাড়িতে সজোরে ধাক্কা দেন ইমন

Spread the love

রবীন্দ্রসঙ্গীত বা মাটির গান সব কিছুতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গান তাঁর প্রাণ। সঙ্গীত তাঁকে সব সময় ঘিরে রাখে। কিন্তু গাড়ির চালানোর সময় গান শুনতে গিয়েই বড় বিপদের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এবার অনুরাগীদের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে সেই কথাই ভাগ করে নিতে দেখা যায় গায়িকাকে।

বৃহস্পতিবার দুপুরে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে চালকের আসনে বসে গাড়ি চালাতে দেখা যায়। তিনি যখন গাড়ি চালাচ্ছিলেন সেই মুহূর্ত যে ব্যক্তি ক্যামেরা বন্দি করেন তাঁকে, তিনি ইমনকে প্রশ্ন করেন কেন এখন বেশি গাড়ি চালান না ইমন?

এই প্রশ্নের উত্তর গায়িকা যা দেন তা বেশ ভয়ঙ্কর। তিনি বলেন, ‘একদিন রুবির মোড়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর আমার গাড়িতে একটা গান চলছিল।’ তারপর সেই গান গেয়েও শোনান ইমন। জানান এই গান গুলাম আলির গান এটি।

তিনি বলেন, ‘এই গানটা চলছিল। এদিকে আমার গাড়ি টক টক টক করে অ্যালার্ম দিয়ে যাচ্ছিল যে, আমার সামনে কিছু একটা রয়েছে, কিন্তু আমি সেটা শুনতেই পাইনি। তারপর আমার গাড়িটা গিয়ে অন্য একজনের গাড়িতে জোরে ধাক্কা দেয়। তারপর গাড়িতে প্রবল একটা শব্দ হয়। ভাগ্য ভালো যে দুটো গাড়ি খুব শক্তপোক্ত ছিল বলে কিছু হয়নি। ওই গাড়ি যে ভদ্রলোকের তিনি খুব ভালো এবং বিনয়ী একজন মানুষ ছিলেন। পেশায় চিকিৎসক। তিনি ছিলেন বলে আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। তারপর থেকে গাড়িতে আমি গান চালানো বন্ধ করে দিয়েছি। ওই যে আমি একটা ভয় পেয়েছিলাম, সেই দিনের পর আজ আমি প্রথম গাড়ি নিয়ে বের হলাম।’

এরপর গায়িকা তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘সেই জন্য আমার যাঁরা শ্রোতা ও দর্শক রয়েছেন, তাঁদের কাছে আমার ছোট্ট অনুরোধ। যাঁরা আপনারা শিল্পী, যাঁরা গান বাজনার সঙ্গে জড়িত। তাঁরা গাড়ি চালাতে চালাতে দয়া করে এমন কোনও গান শুনবেন না, যে গান শুনে আপনারা হারিয়ে যাবেন। সেফলি ড্রাইভ করুন। যদি মনে হয় সেই সময় গান চালালে একটু অন্যমনস্ক হয়ে পড়ছেন, তাহলে সেই সময়টা গানটা বন্ধ করে রাখা উচিত বলে মনে হয় আমার। সেই কারণে আমি এত দিন চালাইনি আজ আবার সাহস করে গাড়ি নিয়ে বের হয়েছি। ভালো থাকুন সবাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *