গামছার কথা পরে! আগে কার্তিক মহারাজ কী বলেছেন শুনুন?

Spread the love

একদিকে জগন্নাথধামের উদ্বোধন দিঘায়। আর অপরদিকে কাঁথিতে সনাতনী সম্মেলন শুভেন্দু অধিকারীর উদ্যোগে। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। এবার সেই কার্তিক মহারাজের ভাষণের কিছুটা অংশ তুলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। কার্যত সেই অংশটা শুনিয়ে বিজেপি নেতা অমিত মালব্যকে জোর খোঁচা দিলেন কুণাল। কী আছে সেই ভিডিয়োতে?

সেই ভিডিয়োতে কার্তিক মহারাজকে বলতে শোনা যায়, ‘আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদ খেতে বসে গেলেন। আরে মুসলমানের থেকে শিক্ষা নেই। একমাস রোজা লাগে। একটু জল পর্যন্ত খায় না। এই দুর্দিনে, এত বড় আয়োজন করেছেন, আমরা সবাই চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ কি আমরা পাই না। লজ্জা লাগছে। বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিতে।’ বলেছিলেন কার্তিক মহারাজ। কার্যত মুসলিমদের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। আর সেই অংশটা তুলে ধরে জোর খোঁচা দিলেন কুণাল।

এদিকে এর আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি পোস্ট করে খোঁচা দিয়েছিলেন অমিত মালব্য। তিনি লিখেছিলেন জগন্নাথ কালচারাল সেন্টারের দিঘার অনুষ্ঠানে এভাবেই দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। এর মধ্য়ে ভক্তির কোনও ব্যাপার নেই। সবটাই রাজনীতির হিসেব। …লিখেছিলেন অমিত মালব্য। এরপর লেখা হয়েছিল এমনভাবে এসেছিলেন যেন ইফতারে যোগ দিয়েছেন।

এবার তার পালটা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, অমিত মালব্য, আপনাদের কার্তিক মহারাজের কথা শুনুন। গতকাল কন্টাই হিন্দু সম্মেলনে তিনি মুসলিমদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন। আর মুখ্য়মন্ত্রীর যে ছবি দেখিয়েছেন সেখানে আবার আপনি তথ্য় বিকৃতি করেছেন। প্রচন্ড গরম আর রোদের কারণে সকলেই মাথা ঢেকেছিলেন। তাদের ঐতিহ্যবাহী গামছা দেওয়া হয়েছিল। আগে আপনি কার্তিক মহারাজারে কথার ব্যাখা দিন। লিখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এর আগে অনুষ্ঠানের বক্তব্যের একটি ক্লিপকে তুলে ধরে খোঁচা দিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

তিনি লিখেছিলেন, জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে গিয়ে একই দিনে সনাতনী সম্মেলন ডেকেছিলেন শুভেন্দু অধিকারী!! সেই সম্মেলনের অবস্থা দেখুন…

প্রভুর সাথে কি আর ইগোর লড়াই চলে রে পাগলা? বলে কিনা, “পালাবেন না… আরো ২৫ হাজার স্টকে আছে!!” হাসব না কাঁদব! লিখেছিলেন দেবাংশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *