গিলকে টেস্ট ক্যাপ্টেন করা নিয়ে বিশেষজ্ঞদের মত পার্থক্য

Spread the love

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম ঘোষণা অনেককে বিস্মিত করলেও, এটি কোনও হঠাৎ সিদ্ধান্ত নয়। বরং ‘টাইমস অফ ইন্ডিয়া’ (TOI)-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের নির্বাচকরা বহুদিন ধরেই শুভমন গিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলছিলেন।

গত বছরের জুনে, যখন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে গিল মূল দলে ছিলেন না, কেবল ট্রাভেলিং রিজার্ভ হিসেবে গিয়েছিলেন, তখনই একটি সূত্র TOI-কে জানিয়েছিল, ‘গিলকে ভবিষ্যতের ভারত অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

গিলের নেতৃত্বের সূচনা ও ক্রিকেট মহলের প্রতিক্রিয়া

বিশ্বকাপের ঠিক পরেই জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় গিলকে। সেই সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জেতে। তৎকালীন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও এই সিদ্ধান্তে সমর্থন জানান।

প্রাক্তন ভারতীয় পেসার ও নির্বাচক সালিল অঙ্কোলা TOI-কে বলেন, ‘শুভমনই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সেরা পছন্দ। ও তরুণ, উদ্যমী, এবং নেতৃত্ব পেলে আত্মবিশ্বাস আরও বাড়বে। ওর মানসিকতা যথার্থ। তবে আমার মনে হয়, যখন রোহিত- বিরাট ছিলেন, তখনই ওকে এই দায়িত্ব দেওয়া উচিত ছিল।’

গুজরাট টাইটান্সের সিইও অরবিন্দর সিং লাভলি বলেন, ‘GT-র হয়ে যেভাবে গিল নেতৃত্ব দিচ্ছে, তা একেবারেই চোখে পড়ার মতো। ওর মধ্যে বড় দায়িত্ব পালনের স্বাভাবিক দক্ষতা রয়েছে।’

তবে সাবধানী প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। তাঁর কথায়, ‘তারা নিশ্চয়ই গিলের নেতৃত্বে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড সফরে পরিস্থিতি কেমন হবে, সেটাই দেখার।’

২০১১ সালে মাত্র ১২ বছর বয়সে শুভমন গিলকে প্রথম চিহ্নিত করা প্রাক্তন পেসার কারসন ঘাভরি আবার কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টেস্ট দলের নেতৃত্ব দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ। গিলের ওপর ব্যাটিংয়ের চাপ তো থাকবেই, তার সঙ্গে যোগ হবে অধিনায়কত্বের দায়িত্ব। তাও আবার একেবারে তরুণ ও অভিজ্ঞতাহীন একটা দল নিয়ে ইংল্যান্ডকে হারানো বিশাল কাজ।’

শুভমন গিলের অধিনায়কত্বে পারফরম্যান্স (পরিসংখ্যান)

T20I: জুলাই ২০২৪-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচটি ম্যাচে অধিনায়ক। ভারত সিরিজ জেতে ৪-১।

প্রথম শ্রেণির ম্যাচ: অধিনায়ক হিসেবে ৫টি ম্যাচ, জয় ১, ড্র ২, হার ২।

দলীপ ট্রফি ২০১৯-২০ (ড্র ২) এবং ২০২৪-২৫ (হার ১)।

২০১৯-এ ভারত ‘এ’-র অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা ‘এ’-কে ৭ উইকেটে হারান।

রঞ্জি ট্রফি: জানুয়ারি ২০২৫-এ কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের অধিনায়ক, ম্যাচে হার।

আইপিএল: গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে ২৫ ম্যাচে নেতৃত্ব, জয় ১৪, হার ১১ — জয়ের হার ৫৬%।

ইংল্যান্ডের মাটিতে ২০ জুন থেকে শুরু হতে চলেছে গিলের টেস্ট অধিনায়কত্বের পথচলা। এক নতুন যুগের সূচনায় গিলের নেতৃত্ব এখন গোটা দেশের নজরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *