গুকেশ কাছে হারের পর টেবিলে ধাক্কা দিয়েছিলেন কার্লসেন

Spread the love

২০২৫ নরওয়ে চেস প্রতিযোগিতায় ভারতের দোম্মারাজু গুকেশের কাছে হারের পর ম্যাগনাস কার্লসেন মাথা গরম করেই টেবিল চাপড়ে ছিলেন। এরপরই তাঁর সমালোচনা শুরু হয়েছিল, কারণ সেই হারের আগে পর্যন্ত গুকেশদের তেমন পাত্তাই দিতেন না কার্লসেন। গোটা ম্যাচে সেদিন কার্লসেনই এগিয়ে ছিলেন, কিন্তু শেষদিকে একটা ভুলেই সব শেষ হয়ে যায়, আর গুকেশ দুর্দান্ত কামব্যাক রচনা করেন।

এবার বিশ্বনাথন আনন্দই ম্যাগনাস কার্লসেনের সেই কাজের সমালোচনা করলেন। চেস.কম-কে দেওয়া সাক্ষাৎকারে গুকেশ বলেন, ‘আমি বলব না যে গুকেশ অযোগ্য হিসেবে জিতেছিল। ম্যাগনাস এমন একজন খেলোয়াড়, যে এই ধরণের খেলা সহজেই জিতে থাকে। কিন্তু গুকেশ সেদিন ভাগ্যবান ছিল যে অতদূর পর্যন্ত এসেছিল। ম্যাগনাসের দখলেই প্রায় ৯৯ শতাংশ ম্যাচ ঝুঁকে পড়েছিল, কিন্তু শেষ মূহূর্তে ও ভুল করে। মানে ফিনিশিং লাইনের দু মিটার আগে চোট পাওয়ার মতো ব্যাপার। ও এতটাই রেগে গেছিল যে টেবিল চাপড়ে ছিল। এটা দেখে বোঝা যায়, একজন দাবা খেলোয়াড়ের ভিতরেও ঠিক কি হয়, কোনও খেলায় হেরে গেলে। মানুষের মনে একটা বাধা ধরা চিত্র রয়েছে যে দাবা খেলোয়াড়রা খুব গম্ভীর হয়, কিন্তু ওরাই যখন এমন কাজ করে ফেলে তখন মানুষ সেটা উপভোগই করে। যদিও সেই কাজটা করার কোনও দরকার ছিল বলে আমার মনে হয় না। ২০টা ক্যামেরা তো আর তাঁর দিকে তাক করে ছিল না, তাহলে এটা করার মানে কি? একমাত্র সোশাল মিডিয়ায় থাকার জন্যই এই কাজটা করা হয়ে থাকতে পারে ’।

এরপর আনন্দ আরও বলেন, ‘অনেক ভিন দেশের মানুষ মজা পেয়েছে কার্লসেনের এই কাজে। আমারও ভালো লেগেছে, কারণ আমি বুঝতে পারছিলাম যে বিষয়টা পুরোটাই নাটক। আমি কার্লসেনের দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পারছি, যে ও খেলাটা জিতছিল। ও গুকেশকে হারাতে চাইছিল। টানা দুবার নরওয়ে দাবায় গুকেশকে হারানোর খ্যাতি পেতে চাইছিল, আর ও গুকেশকে চাপেও ফেলে দিয়েছিল। যখন টানা অ্যাটাক করার পর প্রতিপক্ষ হার মানতে চায় না, তখন অঙ্ক কষে তাড়াতাড়ি ম্যাচ বের করার চেষ্টা করে দাবাড়ুরা, আর সেটা করতে গিয়েই ভুলটা হয়েছে ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *