ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৮ মে) ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যটির তথ্য মতে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম পেদ্রাম মাদানি।
ইসরাইলের সঙ্গে দশকের পর দশক ছায়াযুদ্ধে জড়িত ইরান দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়মিত নিজ দেশের নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করে আসছে। পেদ্রাম মাদানিই সবশেষ ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
ইরানি সংবাদমাধ্যম মিজান জানায়, ইরানের গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে ইসরাইলের কাছে গোপন তথ্য পৌঁছে দেয়ার চেষ্টার অভিযোগে ২০২০ সালে পেদ্রাম মাদানিকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়।

এসব অভিযোগে মাদানিকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান জানায়, ইহুদিবাদী ইসরাইল সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তি করা পেদ্রাম মাদানিকে শনাক্ত, গ্রেফতার ও বিচারিক কার্যক্রমের পর, ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া ও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় নিশ্চিতকরণ এবং বহাল রাখার পর তাকে বিচারের আওতায় আনা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে গত মাসে মোহসেন লাঙ্গারনেশিন নামের আরেক ব্যক্তিকে ২০২২ সালে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কর্নেল হাসান সাইয়্যেদ খোদাইয়ের হত্যাকাণ্ডে মোসাদকে সহায়তা করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।