গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাকেশ রোশন

Spread the love

এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ পরিচালক রাকেশ রোশন। রাকেশ রোশনের অসুস্থতার কথা জানিয়েছেন পরিচালকের মেয়ে সুনয়না রোশন। যদিও হৃতিক রোশনের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কী হয়েছে পরিচালকের?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রাকেশ রোশন। বুধবার ১৬ জুলাই আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রথমদিকে আইসিইউতে রাখা হলেও আপাতত তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

সুনয়নার কথা অনুযায়ী, দীর্ঘদিন ধরে ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন রাকেশ রোশন। বাড়াবাড়ি হওয়ায় নেক অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। আইসিইউতে কিছু সময় রাখার পর এখন কেবিনে ট্রান্সফার করা হয়েছে পরিচালককে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ রাকেশ। তবে আগামী কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণই থাকবেন তিনি।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বাবাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যাচ্ছেন হৃতিক। নিয়ম করে হাসপাতালে থাকছেন হৃতিকের বান্ধবী সাবা আজাদ এবং দিদি সুনয়না রোশন। আপাতত রাকেশ রোশনের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করে রয়েছেন গোটা রোশন পরিবার।

তবে এই প্রসঙ্গে হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনও কথা বলবো না।’ প্রসঙ্গত, এই বছরের শুরুতে রাকেশ রোশনের ‘কৃষ ৪’ পরিচালনা করার কথা ছিল কিন্তু অবশেষে তিনি পরিচালনার দায়িত্ব দিয়ে দেন ছেলে হৃতিক রোশনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *