বড়পর্দায় যখন রমরমিয়ে চলছে ‘গৃহপ্রবেশ’, ঠিক তখনই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের অসুস্থতার খবর শুনতে পাওয়া গেল। এই মুহূর্তে পরিচালককে ভর্তি করানো হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু হঠাৎ কি হল তাঁর? এখন কেমন আছেন তিনি?
সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, রবিবার রাত থেকেই হঠাৎ জ্বর আসে তাঁর। ক্রমাগত বাড়তে থাকে জ্বর। শারীরিক অবস্থার অবনতি ঘটতেই বিন্দুমাত্র দেরি না করে সোমবার সকালেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরিচালককে ভর্তি করানো হয়।
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, রবিবার রাতে জ্বর বাড়ে, জ্বরের সাথে শুরু হয় কাঁপুনি। প্রাথমিক রিপোর্টে জানা যায় পরিচালক অ্যাকিউট ইউটিআইতে আক্রান্ত, অর্থাৎ মূত্রনালীন সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইন্দ্রদীপ। এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর।
তবে জ্বর এখন অনেকটা কম হলেও এই মুহূর্তে খুবই দুর্বল তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও এখন আপাতত কয়েকটা দিন বাড়িতেই বিশ্রাম করতে হবে তাঁকে। মনে করা হচ্ছে, গত কয়েকদিন যাবত ‘গৃহপ্রবেশ’ ছবির প্রচারের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই পর্যাপ্ত বিশ্রাম হয়নি, তার ফলেই হয়তো এই সমস্যা।

২০১৯ সালে ‘কেদারা’ ছবির পরিচালনা করার মাধ্যমে পরিচালক হিসাবে যাত্রা শুরু হয় ইন্দ্রদীপের। পরিচালক ছাড়াও তিনি পরিচিত একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক হিসেবে। ‘কেদারা’ ছবি পরিচালনা করে জাতীয় পুরস্কার পান তিনি। সম্প্রতি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে তিনি তৈরি করেছেন ‘গৃহপ্রবেশ’, যা ভীষণ ভালো লেগেছে দর্শকদের।