গত ২৫ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয় একটি টিজার, যেখানে গুরু নানকের চরিত্রে দেখা যায় আমির খানকে। টিজারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একদিকে যেমন অনেকে আমির খানের এই নতুন চরিত্র নিয়ে আপত্তি জানান তেমন অনেকে বলেন, গোটা ব্যাপারটাই কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি হয়েছে মনে করা হচ্ছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আমির খানের মুখপাত্র।
গুরু নানক নামক এই টিজারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভীষণভাবে বিতর্ক তৈরি হয়। এই গোটা ব্যাপারটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে বলে দাবি জানান আমির খানের মুখপাত্র। একটি বিবৃতি জারি করে তিনি বলেন, আমির খানকে গুরু নানকের চরিত্রে দেখিয়ে যে টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি পুরোপুরি ভুয়ো। এমন কোনও প্রজেক্টে যুক্ত নন আমির খান। গুরু নানকের প্রতি তিনি সর্বোচ্চ শ্রদ্ধা রাখেন এবং অসম্মানজনক কোনও কিছুর অংশ কখনওই হবে না তিনি। দয়া করে ভুয়ো খবরে কর্ণপাত করবেন না।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি এই ভুয়ো টিজারে আমিরকে শিখ ধর্মগুরু গুরু নানকের চরিত্রে দেখা গিয়েছে। দেখা গিয়েছে করিনা কাপুর খানকেও। টিজারে মিউজিক কোম্পানি টি সিরিজের কথা উল্লেখ করা হলেও পরে ইউটিউব চ্যানেলটি দাবি করে, তাদের সঙ্গে টি সিরিজের কোনও লিংক নেই। তবে ইতিমধ্যেই টিজারটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।