গৃহহীন কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে খুন

Spread the love

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে এক গৃহহীন কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। উইসকনসিনের মিলওয়াকিতে যেখানে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, তার কাছেই মঙ্গলবার (১৬ জুলাই) তাকে গুলি করে হত্যা করে মার্কিন পুলিশ।পুলিশের গুলিতে নিহত গৃহহীন ওই কৃষ্ণাঙ্গ যুবকের নাম স্যামুয়েল শার্প। বয়স ৪৩। পুলিশ বলছে, শার্প দুই হাতে দুটি ছুরি নিয়ে রাস্তায় ঘুরছিলেন। এক পর্যায়ে এক নিরীহ ব্যক্তির ওপর আক্রমণ করতে উদ্যত হন। সেই সময় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

উইসকনসিনের মিলওয়াকিতে সোমবার (১৫ জুলাই) রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার (১৮ জুলাই) পর্যন্ত। সম্মেলনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন। 

নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টার প্রেক্ষিতে এই সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে। বলা যায়, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেই সম্মেলনস্থলের এক কিলোমিটার দূরে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করা হয়েছে। 

তবে একজন গৃহহীন যুবককে এভাবে হত্যা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, পুলিশ আরও ভালোভাবে বিষয়টা সুরাহা করতে পারত। এছাড়া যে পুলিশ কর্মকর্তা ওই কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেছেন, তিনি উইসকনসিন রাজ্যের নয়, পাশের রাজ্য ওহাইওর। 

স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন। নিহত শার্পের চাচাতো বোন লিন্ডা শার্প বলেন, তারা (পুলিশ) আমাদের এলাকায় আসল এবং এখানে পাবলিক পার্কে ঢুকে আমাদের পরিবারের সদস্যকে গুলি করে হত্যা করল।

তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পক্ষে সাফাই গেয়ে মিলওয়াকির পুলিশ প্রধান জেফরি নরম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, একজনের জীবন ঝুঁকির মধ্যে ছিল। পুলিশ অফিসাররা আজ একজনের জীবন বাঁচাতে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে।

লিন্ডা শার্প জানান, তার চাচাতো ভাই স্যামুয়েল শার্প দীর্ঘদিন ধরে  কিং পার্কের রাস্তার ওপারে অবস্থিত একটি তাঁবুর বাসিন্দা। সেই তাঁবুর কাছেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

তাঁবুটি আশেপাশের এলাকায় বেশ পরিচিত একটি স্থান। সেখানে বেশ কয়েকটি সামাজিক সেবা ক্লিনিক ও একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। অধিবাসীরা মনে করেন, মিলওয়াকি পুলিশ অফিসাররা আরও ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারত।

নরম্যান নামে একজন প্রত্যক্ষদর্শী পুরো ঘটনার ব্যাখ্যা করে বলেন, ওহাইওর কলম্বাসের ১৩ জন পুলিশ অফিসারের একটি দল সাইকেলে করে তাদের এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় তারা একজন ব্যক্তির সঙ্গে কৃষ্ণাঙ্গ যুবক স্যামুয়েল শার্পের ঝগড়ার বিষয়টি লক্ষ্য করে।

এরপর তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় এবং বারবার শার্পকে তার অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেয়। কিন্তু শার্প তাদের আদেশ উপেক্ষা করেন এবং নিরস্ত্র ওই ব্যক্তির দিকে অগ্রসর হন। তখন অফিসাররা তাকে গুলি করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *