আম আদমি পার্টি (AAP)-র নেতা এবং রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা তাঁর সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের কাছে একটি সমস্যা তিলে ধরেছেন। আসলে রাঘব বুঝতেই পারছেন না, তাঁর গোঁফ রাখা উচিত কি উচিত না। তবে রাঘবের এই পোস্টে, বউ পরিণীতি চোপড়ার জবাব দেখে হেসেই অস্থির নেটপাড়া।
রাঘব ইনস্টাগ্রামে নিজের একটা ছবিটি পোস্ট করে একটি পোল তৈরি করেন এবং তার অনুসারীদের জিজ্ঞাসা করেন, ‘গোঁফ রাখা উচিত নাকি কেটে ফেলা উচিত?’ তিনি কমেন্ট সেকশনে লিখেছেন, ‘প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ- এমনকী গোঁফের ক্ষেত্রেও! আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।’
পরিণীতি দ্রুত উত্তর দিয়ে লিখেছেন, ‘আপনি আমার উত্তর জানেন (হাসির ইমোজি)।’
তিনি ইনস্টাগ্রাম স্টোরিতেও ছবিটি পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ পোল চলছে! ভোট দিন।’
এক নেটিজেন লেখেন, ‘@parineetichopra জিজুকে সবকিছুতেই সুন্দর দেখায়।’ আরেকজন লিখেছেন, ‘@parineetichopra আপনার উত্তর কি? আমরাও জানতে চাই।’ তৃতীয় মন্তব্যটি আসে, ‘ভালো লাগছে… কিছুদিন রাখুন এবং তারপর পরি যা বলে তাই করুন’

পরিণীতি এবং রাঘব ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে বিনোদন জগতের এবং রাজনীতির অনেক বিখ্যাত ব্যক্তি, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিণীতি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় স্বামী-AAP সাংসদকে সমর্থন করে পোস্ট করেন।
পরিণীতির কাজের ক্ষেত্রে, তাঁকে সর্বশেষ ‘অমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করেছেন। পরিণীতি নেটফ্লিক্সে একটি আসন্ন রহস্য থ্রিলার সিরিজে অভিনয় করতে চলেছন। এখনও শিরোনামহীন এই সিরিজটি পরিচালনা করবেন রেনসিল ডি’সিলভা। সিদ্ধার্থ পি মালহোত্রা এই ধারাবাহিকটি প্রযোজনা করছেন, যাতে তাহির রাজ বসিন, অনুপ সোনি, জেনিফার উইঙ্গেট এবং চৈতন্য চৌধুরীও অভিনয় করবেন। সুমিত ব্যস, সোনি রাজদান এবং হারলিন শেঠিও অভিনয় করবেন।