গোটা দেশ চায় পশ্চিমবঙ্গে দেশভক্তদের সরকার তৈরি হোক

Spread the love

গোটা দেশ চায় পশ্চিমবঙ্গে দেশভক্তদের সরকার তৈরি হোক। আর সেজন্য অল্প দূরত্ব বাকি রয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের বিজয় সংকল্প সভায় যোগদান করে এভাবেই দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ৪০ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য পূরণ করে ফেলেছে বিজেপি। বাকি আর কয়েক শতাংশ।

শাহ বলেন, ‘২০১৭র নির্বাচনের পরে আমরা প্রস্তুতি শুরু করেছিলাম। ২০১৯ সালের লোকসভায় আমাদের সাফল্য মেলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমারা ৭৭টি আসন পেয়েছি। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৯৭টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ১৪৩টি আসনে ৪০ শতাংশের বেশি আমার কর্মীদের পরিশ্রমের জন্য ভোট পেয়েছি আমরা। আমি আজ নরেন্দ্র মোদীর সেনাদের বলতে চাই, আর অল্প দূরত্ব বাকি রয়েছে। ৪০ শতাংশ পার করে গিয়েছি, ৪ – ৫ শতাংশ পার করতে হবে। আগামী নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘২০১৭ সালে আমি দলের সভাপতি ছিলাম। তখন বলেছিলাম, এখানে আমাদের সরকার তৈরি হবে। আজ সেই দিন সন্নিকটে। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত দিন রাত এক করে প্রত্যেক ভোটারের কাছে যান। নরেন্দ্র মোদী ও বিজেপির বার্তা নিয়ে যান। গোটা দেশ চায় এখানেদেশভক্তদের সরকার তৈরি হোক। তোষণকারীদের সরকার যেন তৈরি না হয়।’

বলে রাখি, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির শ্রীবৃদ্ধির সূত্রপাত। ২০১৬ সালের ভোটে বাম – কংগ্রেস জোটের ভরাডুবির পর তার গতি আরও ত্বরান্বিত হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০ আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন শাহ। ফল প্রকাশ হলে দেখা যায় তার ধারে কাছেও পৌঁছতে পারেনি বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *