গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

Spread the love

ইরানের উত্তর সীমান্তে গুলি করে ইসরাইলের কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরান। শনিবার (১৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান জানিয়েছে, সালমামের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে ইসলামিক যোদ্ধারা (ইরানি বাহিনী) বেশ কিছু ইসরাইলি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ড্রোনগুলো আকাশসীমা লঙ্ঘন করেছিল।

ইরানের সামরিক বাহিনীর দাবি, ড্রোনগুলো গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা মিশনে ইরানি আকাশসীমায় প্রবেশ করেছিল।

তাৎক্ষণিকভাবে ইসরাইল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিরুদ্ধে ইসরাইল যে ভয়াবহ হামলা চালিয়েছে তার প্রধান নেপথ্যে ছিল ড্রোন। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগে ইসরাইলের গোয়েন্দারা ইরানের অভ্যন্তরে বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণের জন্য একটি ঘাঁটি মোতায়েন করেছিল। পরে তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ঘাঁটি লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়।

এদিকে ইসরাইলের হামলার পর শুক্রবার রাতভর ও শনিবারে ভোরে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *