গৌরীর রেস্টুরেন্টে ‘গোপন দরজা’র কথা ফাঁস করলেন প্রধান শেফ

Spread the love

নকল পনিরের অভিযোগের পর এবার ‘গোপন দরজা’র তথ্য ফাঁস হয়েছে বলিউড মেগাস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের রেস্টুরেন্ট ‘তরী’র। এ তথ্য জানিয়েছেন ‘তরী’রই প্রধান শেফ স্টেফান গাদিত।গত বছর ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের একটি রেস্টুরেন্ট খোলেন গৌরী। সেখানকার বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা ও সুস্বাদু খাবারে মুগ্ধ হন অতিথিরা।

কিন্তু ভারতীয় ইউটিউবার সার্থক সচদেব রেস্টুরেন্টটি পরিদর্শন করে জানান, সেখানে খাবারে নকল পনির ব্যবহার করা হয়। যদিও এ অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে জানায় ভারতের একাধিক গণমাধ্যম।

এবার সংবাদমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ‘তরী’ রেস্টুরেন্টের প্রধান শেফ স্টেফান গাদিত জানান, গৌরীর রেস্টেুরেন্টে রয়েছে একটি ‘গোপন দরজা’। সেটি দিয়ে প্রবেশ করা যায়। কিন্তু এই দরজা ঠিক কোথায় রয়েছে, তা কেউ জানেন না।

স্টেফান আরও জানান, ওই দরজা শুধুমাত্র খান পরিবারের যাতায়াতের জন্য। অন্যদের থেকে নিজেদের ব্যক্তিগত পরিসর অক্ষত রাখতেই গৌরী এই ‘গোপন দরজা’র ব্যবস্থা রেখেছেন ‘তরী’ রেস্টুরেন্টে।সময় পেলে প্রায়ই স্ত্রী গৌরীর রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করেন বলিউড অভিনেতা শাহরুখ খান, ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা। এখানে নিজেদের পারিবারিক অনুষ্ঠানও উদ্‌যাপন করেন বলিউডের এ সেলিব্রেটি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *