গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন উদযাপন শাহরুখ পুত্রের

Spread the love

১২ বছরে পা দিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। কিং খানের ছেলেকে মা দিদিকে সঙ্গে নিয়েই জন্মদিনের উদযাপনে মাততে দেখা গেল। সঙ্গে ছিলেন পরিবারের নিকট আত্মীয় এবং বন্ধুরা। কিন্তু শাহরুখ খান বা আরিয়ান খানের দেখা গেল কি?

কী ঘটেছে?

গত ২৭ মে ১২ বছরে পা দিলেন আব্রাম। একটা ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও খুব বেশি জাঁকজমক বা আয়োজন ছিল না, কিন্তু দিদি সুহানা এবং মা গৌরী খানের সঙ্গে ছোট্ট আব্রামকে বেশ আদুরে মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে। সঙ্গে ছিল তাঁর দিদিমাও। সবার সঙ্গে আদর, মজা এবং নানা ধরনের খাবার খেয়েই এই বিশেষ দিনটি কাটান আব্রাম।

মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রাম খানের এবারের জন্মদিন পালিত হয়। উল্লিখিত সংস্থার তরফে তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আব্রামের জন্মদিনের বেশ কিছু ঝলক পোস্ট করা হয়েছে। সেই ছবি এবং ভিডিয়োগুলো পোস্ট করে তাঁদের তরফে লেখা হয়, ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খান সহ সুহানা খান এবং গোটা পরিবারকে আপ্যায়ন করা ভীষণ আনন্দের ব্যাপার তাও আব্রামের জন্মদিনের উদযাপনের জন্য। আরও একটা সন্ধ্যা মিষ্টি কিছু মুহূর্ত এবং হাসির।’

আব্রামের বার্থডে পার্টিতে পিৎজা, মিষ্টি সহ চকলেট বার্থডে কেক ছিল। এদিন আব্রামের বার্থডে পার্টিতে দেখা মেলেনি শাহরুখ খান এবং আরিয়ান খানের। তবে কিং খানের ম্যানেজার পূজা দাদলানি এবং গৌরীর মা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের কিছু নিকট আত্মীয় এবং বন্ধুরা।শাহরুখ খান এবং গৌরীর তিন সন্তান, আরিয়ান, সুহানা এবং আব্রাম খান। আব্রাম সবার ছোট। ২০১৩ সালে ভূমিষ্ঠ হয় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *