গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের ভাতা দেওয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

Spread the love

SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তাঁর মৌখিক নির্দেশে রাজ্যকে জানিয়েছেন, এখনই কোনও ভাতা দেবেন না।

SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে মাসে ২৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ভাতা দিলে ২০১৬ সালের SSC পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের সবাইকে দিতে হবে। কারণ তারাই আসল ভুক্তভোগী।

সোমবার সেই মামলার শুনানিতে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের ভাতা দিয়ে আসলে আদালতের রায়ের অবমাননা করছে রাজ্য। দুর্নীতি ধামাচাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের নেই।

বিকাশবাবুর সওয়ালের পর বিচারপতি মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে বলে জানান। সেদিন রাজ্য সরকার তার বক্তব্য জানাবে বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে তিনি বলেন, ততদিন ভাতা দেওয়ায় স্থগিতাদেশ জারি থাকবে। একথা শুনেই রাজ্যের তরফে সোমবারই ফের এই মামলার শুনানি করার আবেদন জানান সরকারি আইনজীবীরা। সেই আবেদনে সাড়া দিয়ে বিরতির পর বেলা ২টো থেকে ফের এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি সিনহা। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহার করেননি তিনি। বেলা ২টো থেকে আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *