ঘন, লম্বা চুল পেতে অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন?

Spread the love

ত্বক ও চুলের বিশেষ যত্নে ঘৃতকুমারী বা অ্যালোভেরা ভেষজটি প্রাচীনকাল থেকেই নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে নিয়ম মেনে এটি ব্যবহার না করলে শতভাগ গুণাগুণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনি।

ডার্মাটোলিজস্টরা বলছেন, অ্যালোভেরার পুষ্টিগুণ চুলের যত্ন নিতে পারে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলে পুষ্টি জুগিয়ে চুল করে তোলে ঘন ও ঝলমলে।

অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলের স্ক্যাল্পের যেকোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা। তাই চুলের যত্নে নিয়মিত ব্যবহার করুন অ্যালোভেরা। অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও দারুণ কার্যকরী। তাই শ্যাম্পুর পরও কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা।

চুলে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম

চুলে অ্যালোভেরা ব্যবহারের আগে শ্যাম্পু করে নিন। এরপর ভেজা চুলে ও মাথার স্ক্যাল্পে মাখিয়ে নিন অ্যালোভেরা ও নারকেল তেল দিয়ে তৈরি মিশ্রণটি।

মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। গোড়া থেকে আগা পর্যন্ত চুলে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট রেখে চুল স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভেজা চুল শুকনো তোয়ালে দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন। আর আবিষ্কার করুন আগের চেয়ে স্বাস্থ্যজ্জ্বল ও বাউন্সি ভরা ঘন চুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *