ঘর ভাঙল মানালির

Spread the love

সুহোত্রর জন্য মানালির ঘর ভাঙলেন সৃজলা? ভাবছেন এসব আবার কবে হল? আসলে হইচইয়ের পর্দায় আসছে নতুন ওয়েব সিরিজ ‘বাতাসে গুনগুন’, সেখানেই ত্রিকোণ প্রেমের গল্পে ধরা দেবেন সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে ও সৃজলা গুহ। প্রকাশ্যে এল সিরিজের প্রথম পোস্টার ও মুক্তির দিনক্ষণ।

সিরিজে সুহোত্রকে দেখা যাবে ‘অরিন্দম’-এর ভূমিকায়। অরিন্দম পেশায় একজন শিক্ষক। কলেজে পড়ায় সে। মানালিকে দেখা যাবে সুহোত্রর স্ত্রী ‘মিথিলা’র ভূমিকায়। ‘মিথিলা’ একজন গৃহবধূর। অন্যদিকে, সৃজলাকে দেখা যাবে ‘পল্লবী’র ভূমিকায়। সে এই সিরিজে কলেজের এক পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন।

এই গল্পে ‘পল্লবী’র জীবন একেবারেই প্রেমহীন। হলদিপুরের মাফিয়া অধ্যুষিত এলাকায় বড় হয়েছে সে। ছোটবেলা থেকে তাঁকে নানা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর তার কলেজেই বদলি হয়ে আসা প্রফেসর ‘অরিন্দম’-এর প্রেমে পড়ে সে।

‘অরিন্দম’-এর সংসার তার স্ত্রী ‘মিথিলা’ আর তার মাকে নিয়ে। স্বামীকে ঘিরেই আবর্তিত হয় ‘মিথিলা’র পৃথিবী। কিন্তু তার বরও প্রেমে পড়ে যায় ‘পল্লবী’র, আর তাতে ‘অরিন্দম’-এর মধ্যে খানিক বদল আসে। স্বামীর এই বদলাতে থাকা ব্যবহার মিথিলাকে ভাবিয়ে তোলে।

অন্যদিকে, সমাজ সংসার ভুলে গিয়ে যে কোনও উপায়ে অরিন্দমের ভালোবাসা পেতে মরিয়া হয়ে ওঠে ‘পল্লবী’। কিন্তু সংসার যে ডুবতে বসেছে সে আভাস পায় ‘মিথিলা’। নিজের সংসার বাঁচাতে ‘মিথিলা’ও পাগল হয়ে ওঠে। ‘পল্লবী’র সঙ্গে অরিন্দমের আচরণ তার মনে সন্দেহ জাগায়। সে অরিন্দম আর পল্লবীকে সন্দেহ করতে করতে এমন একজন মানুষ হয়ে ওঠে, যা সে আগে ছিল না। কিন্তু শেষ কী হবে এর পরিণতি? কোন খাতে বইবে অরিন্দম, মিথিলা, পল্লবী’র জীবন? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ২০ জুনের, কারণ এদিনই সিরিজটি হইচইয়ে মুক্তি পেতে চলেছে।এই সিরিজটি পরিচালনা করেছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী। সিরিজের ক্রিয়েটিভ ডিক্টর অদিতি রায়। সিরিজ প্রসঙ্গে অদিতি বলেন, ‘বাতাসে গুনগুন একটি আবেগগত দিক থেকে বেশ জটিল একটা গল্প। যা মানুষের আকাঙ্ক্ষার ভঙ্গুরতা এবং আবেশের ধ্বংসাত্মক শক্তির প্রভাব দেখায়। আমাদের জন্য এই গল্পটাকে গভীরতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *