‘চিকেন নেকে’ বাড়তি সতর্কতা জারি

Spread the love

পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় অবশেষে প্রত্যাঘাতে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। আজ ভোররাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ডেরাকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। এই হামলা করার পরও অমিত শাহ বৈঠকে বার্তা দেন, ‘শত্রুকে কখনও দুর্বল মনে করবেন না’। নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ‘চিকেন নেকে’ বলে সূত্রের খবর।

এদিকে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হিন্দু পর্যটকদের বেছে তাঁদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। নাম, পরিচয় জেনে নিয়েই গুলি চালানো হয়। বাংলার তিনজন পর্যটকের প্রাণ গিয়েছিল। পহেলগাঁও এলাকায় নির্মম হামলার জেরে মোট ২৬ জনের প্রাণ গিয়েছিল। সেই হামলার জবাব দিয়েছে ভারত। কিন্তু চিকেন নেক অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’ দিয়ে হামলা চালাতে পারে পাকিস্তান। কারণ শিলিগুড়ি জায়গাটি নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। তাই শিলিগুড়ি করিডর অনেকটা মুরগির গলার মতো।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে ‘জয় হিন্দ’। তার উপর ‘অপারেশন সিঁদুর’–এর সফল অভিযানের জেরে সেনাবাহিনীর মনোবল এখন তুঙ্গে উঠেছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ–ই–মহম্মদ, লস্কর–ই–তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ৯টি জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে। এই শিলিগুড়ি করিডরকেই এখন পাখির চোখ করেছে পাকিস্তান বলে সূত্রের খবর। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে ঢুকে হামলা চালানোর ছক করেছে ইসলামাবাদ। তাই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া কোটলি, ভাওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে সফল অপারেশন চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের পৃথক গুরুত্ব আছে। পহেলগাঁও হামলায় ভারতীয় মহিলাদের সিঁথির সিঁদুর মুছে যায়। তারপর এই পাল্টা জবাব দেওয়া হল। তাই এই আক্রমণের নাম দেওয়া হয়েছে ‘‌অপারেশন সিন্দুর’‌ যার অর্থ সিঁদুর। এই চিকেন নেক’‌কে টার্গেট করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তান সেনার পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সুযোগ বুঝে ভারতকে এই হামলার জবাব দেওয়া হবে। তাই চিকেন নেক নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *