চিন্নাস্বামীতে খলিলকে পেটালেন কোহলি, দুধের স্বাদ ঘোলে মিটিয়েই লাফালাফি CSK তারকার

Spread the love

শুক্রবার চিন্নাস্বামীতে ধোনি-কোহলির দ্বৈরথ দেখার জন্য উৎসুক ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগে বিরাট বনাম খলিলের পয়সা উসুল লড়াই দেখা যায় বেঙ্গালুরুতে। রথী-মহারথী বোলাররা থাকতে হঠাৎ কোহলির সঙ্গে খলিলের লড়াই নিয়ে কেন আগ্রহ দেখা দেয় ক্রিকেটপ্রমীদের মধ্যে, সেটা অনেকেরই জানা। আসলে এই লড়াই শুরু হয়েছিল চিপক থেকে।

চেন্নাইয়ের ঘরের মাঠে আইপিএল ২০২৫-এর প্রথম লেগের ম্যাচে আরসিবি জয় তুলে নেয়। সেই ম্যাচে কোহলির সঙ্গে খলিলের ঝামেলার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। চিপকে বল করার সময় খলিল বেশ কয়েকবার কোহলিকে পরাস্ত করেন। খটাখটি শুরু হয় তখনই। ম্যাচের শেষে কোহলিকে ক্যামেরার সামনেই খলিলকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। ভাবখানা ছিল এমন যে, চিন্নাস্বামীতে চল, দেখে নেব।

শনিবার চেন্নাই সুপার কিংস পালটা ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে যায়। এই ম্যাচে খলিল আহমেদ বিস্তর রান খরচ করেন। ম্যাচের প্রথম ওভারেই খলিল আহমেদের বলে ৩টি চার মারেন জেকব বেথেল। ইনিংসের তৃতীয় ওভারে খলিল পুনরায় বল করতে এলে ১টি ছক্কা মারেন বেথেল এবং পরপর ২টি ছক্কা হাঁকান কোহলি। সুতরাং, খলিলকে এবার কোহলি পালটা দিলেন সন্দেহ নেই।

বল হাতে কোহলিকে আউট করতে পারেননি খলিল। তবে ইনিংসের ১১.৫ ওভারে স্যাম কারানের বলে কোহলির ক্যাচ ধরেন তিনি। বিরাটের ক্যাচ ধরার পরে খলিল যেরকম আগ্রাসী সেলিব্রেশন সারেন, তাতেই বোঝা যায় যে, ম্যাচের বাইরেও বিরাটের সঙ্গে তাঁর ব্যক্তিগত লড়াই চলছিল। এক্ষেত্রে খলিল দুধের স্বাদ ঘোলে মেটান বলা যায়।

যদিও চিন্নাস্বামীতে খলিলের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইনিংসের ১৯তম ওভারে খলিলকে তৃতীয়বার বল করতে পাঠান চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ওভারে রোমারিও শেফার্ড চারটি ছক্কা ও ২টি চার মারেন। সেই ওভারে ১টি নো-বলও করেন খলিল। অর্থাৎ, মোট ৩৩ রান ওঠে খলিলের সেই ওভারে।চেন্নাইয়ের তারকা পেসার এই ম্যাচে এত মার খান বলেই তাঁকে ৪ ওভারের কোটা পূর্ণ করাননি ধোনি। ৩ ওভার বল করে খলিল ৬৫ রান খরচ করেন। অর্থাৎ, ওভার প্রতি ২১.৬৬ রান করে উপহার দেন তিনি। কোনও উইকেট পাননি খলিল। যে হারে রান খরচ করেন চেন্নাই পেসার, তাতে ৪ ওভারের কোটা পূর্ণ করলে আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি রান খরচের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *