চিন্নাস্বামীর বাইরে পদপিষ্টের ঘটনায় স্বস্তি পেলেন না RCB কর্তা

Spread the love

এখনই স্বস্তি মিলল না আরসিবির মার্কেটিং কর্তা নিখীল সুশালের। তিনি কর্ণাটক হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন জামিনের, কিন্তু সেই আর্জি এদিন খারিজ করে দেওয়া হল। ফলে আদালতে আরও একবার ধাক্কা খেলেন আরসিবির এই কর্তা।

আরসিবির মার্কেটিং এক্সিকিউটিভ নিখীল সুশালেকে চিন্নাস্বামী স্টেডায়ামের বাইরের পদপিষ্টের ঘটনায় কদিন আগেই গ্রেফতার করেছিল সেরাজ্যের পুলিশ। কারণ মার্কেটিংয়ের পক্ষ থেকেই পরোক্ষভাবে সেদিনের আইপিএল জয়ের সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাপনা করা হয়েছিল।জুন মাসের ৩ তারিখ রাতে পঞ্জাব কিংসকে হারিয়ে দিয়ে আইপিএলের ১৮তম সংস্করণে এসে অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির চোখের জলটাই সেদিন বুঝিয়ে দিচ্ছিল, আবেগের বাধ ভেঙেছে তাঁর। সেদিন রাত থেকেই বেঙ্গালুরু শহর শুধু নয়, দেশের প্রায় সব প্রান্তেই আলোকউজ্জ্বল পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু পরের দিন বিজয় মিছিলের পর চিন্নাস্বামীর বাইরে প্রায় ২.৫ লক্ষ মানুষের জমায়েত হয়। সকলেই চাইছিলেন যদি নিজের দলের প্রিয় তারকাকে একঝলক দেখা যায়। সেখানেই ১১জন পদপিষ্ট হয়ে বিশৃঙ্খলার জেরে মারা যান, এছাড়াও ৫০জন আহত হন। তারপরই একাধিক আরসিবির কর্তা এবং অনুষ্ঠানের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়। 

সেই ঘটনায় গ্রেফতার হওয়ার পরই আরসিবির নিখিল সুশালে দাবি করেছিলেন, তিনি নির্দোষ। এক্ষেত্রে তাঁকে রাজনৈতিক কারণেও বলি করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। বুধবার ফের এই মামলায় শুনানি রয়েছে। প্রসঙ্গত , এর আগে আদালত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু আরসিবির কর্তা সেই সুযোগ পেলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *