চিরসখা সিরিয়ালে এরপর কী হতে চলেছে?

Spread the love

চিরসখা ধারাবাহিকের বুধবারের এপিসোডে দেখা যাবে যে, শত অনুরোধ সত্ত্বেও, বর্ষার সঙ্গে থাকতে অস্বীকার করে বুবলাই। বর্ষাকে ফিরিয়ে নিয়ে যায় বাড়ির লোকেরা। এমনকী, পরিবারকে বুবলাই জানিয়ে দেয় যে, ডিভোর্সের জন্য সে আইনজীবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে।

এদিকে, বর্ষা আর বুবলাইয়ের বিয়ে ভাঙার খবর পেয়ে, নিষেধ থাকা সত্ত্বেও ছুটে আসে ‘নতুন কাকু’ স্বতন্ত্র। বুবলাইকে আরও একবার নিজের সিদ্ধান্ত ভেবে দেখার প্রস্তাব দেয়। এখানেই শেষ নয়, মিঠিকে মনে করিয়ে দেয় যে এবার তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে হবে।

তবে দেখা যায়, এত কিছুর পরেও নিজের গো ছাড়তে রাজি নয় বুবলাই। সে নতুন কাকুকে জানিয়ে দেয়, কোনোভাবেই সে নিজের মায়ের কোনো সম্পর্ক মেনে নেবে না। অর্থাৎ, স্বতন্ত্র আর কমলিনী যাতে সম্পর্ককে কোনো নাম দেওয়ার চেষ্টা না করে, তা নিয়ে করে দেয় সাবধান।

টিআরপি তালিকাতে প্রথম থেকেই বেশ ভালো ফল করছে চিরসখা। বিধবা কমলিনী আর বিপদের বন্ধু ‘নতুন কাকু’র রসায়ন নিয়ে শুরু থেকেই চর্চা। যেখানে দেখা যায়, কমলিনীর বর ছেলে বুবলাইয়ের বিয়ের সময় থেকেই আসল সমস্যা শুরু হয়। এমনকী দেখা যায় যে, নতুন বউ বর্ষা ঘরে এসে, বার করে দেয় নতুন কাকুকে। এমনকী, বুবলাই আর কমলিনীর মধ্যেও বাড়ে দূরত্ব। ক্রমাগত শাশুড়িকে অপমান করতে থাকে বর্ষা।

আর মায়ের অপমান কিছুতেই মেনে নিতে পারে না মিঠি। এদিকে, ঘটনাচক্রে মিঠির সঙ্গে দেখা হয়ে যায় বর্ষার পুরনো প্রেমিকের। যার সঙ্গে বিয়ের আগেই ৩দিন ঘুরতে গিয়েছিল বর্ষা, বাড়িতে মিথ্যে বলে। আর সেসব গোপন করেই, বুবলাইকে বিয়ে করে বর্ষা। সেই ছেলেকে ছেড়ে দেয়, কারণ ভালো চাকরি পায়নি ইউনিভার্সিটি শেষে। আর বর্ষার এই ধোঁকা দেওয়ারলখবর জানতে পেরেই, সম্পর্ক লুকিয়ে রাখার কথা জানতে পেরেই, ডিভোর্সের সিদ্ধান্ত বুবলাইয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *