চীনে বৃদ্ধাশ্রমেই প্রাণ গেল ৩১ জনের

Spread the love

চীনজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জন মারা গেছেন। তার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বেইজিংয়ের একটি প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রমে।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এক সপ্তাহ আগে চীনজুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। গত সোমবার (২৮ জুলাই) বেইজিং ও আশপাশের প্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের মিয়ুনের তাইশিতুনের একটি বয়স্কদের কেয়ার হোমে অন্তত ৩১ জন মারা গেছেন। কেয়ার হোমটি মিয়ুন জলাধারের উজানে অবস্থিত।

মিয়ুনের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউ ওয়েইগুও জানিয়েছেন, সোমবার কর্তৃপক্ষকে ওই কেয়ার হোমে আটকে পড়াদের বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু রাস্তায় পানির স্রোতের কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ সম্মেলেনে ইউ বলেন, যে শহরে বয়স্কদের কেয়ার হোমটি ছিল সেটি দীর্ঘদিন ধরে নিরাপদ ছিল। সেটি থেকে লোকজনদের স্থানান্তারের কোনো পরিকল্পনাও ছিল না।

তিনি আরও বলেন, ‘তবে এই মর্মান্তি দুর্ঘটনার বিষয়ে আমাদের জরুরি পরিকল্পনায় ত্রুটি ছিল এবং প্রতিকূল আবহাওয়া সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন ছিলাম না।’

বন্যার সময় নার্সিং হোমে মোট ৬৯ জন বয়স্ক লোক ছিলেন, যাদের মধ্যে ৫৫ জনই চলাফেরায় অক্ষম ছিলেন। মৃতদের মধ্যে কেয়ার হোমের রক্ষণাবেক্ষণে দায়িত্বরত কেউ ছিলেন কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে, কাছাকাছি হেবেই প্রদেশেও ভারি বৃষ্টিপাতের কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। চেংদে শহরে মারা গেছেন ৮ জন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

প্রাথমিক পরিসংখ্যানের বরাত দিয়ে বেইজিংয়ের ডেপুটি মেয়র জিয়া বলেন, বেইজিংয়ে বৃষ্টি ও বন্যায় মোট তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজারের বেশি বাড়িঘর, ২৪২টি সেতু এবং ৭৫৬ কিলোমিটার (৪৭০ মাইল) রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *