চোখে সানগ্লাস! বুকে আঁকা ট্যাটু

Spread the love

বেশ কিছুদিন ধরেই যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের বিচ্ছেদের গল্প শুনতে পাওয়া যাচ্ছিল টলিপাড়ায় কান পাতলেই। ‘আড়ি’ ছবি মুক্তির পরেই আচমকা একে অপরকে আনফলো করে দিয়েছিলেন এই তারকা জুটি। প্রকাশ্যে চলে আসে তাঁদের মধ্যে চলা অশান্তির খবর।

এর মধ্যেই যখন যশ এবং নুসরত আলাদা আলাদা জায়গায় ঘুরতে যান, তখন মোটামুটি সকলেই বুঝে যায় নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি হয়েছে এই তারকা যুগলের মধ্যে। যদিও সেই সমস্যা কিছুটা কেটে গেছে বলেও মনে করছেন সকলে কারণ নুসরত ও যশের সাম্প্রতিক পোস্ট।

এবার ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে, যেখানে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। একটি ব্রাউন রঙের হাফ কোর্ট, সানগ্লাস, মানানসই হেয়ার স্টাইল এবং মেকআপ সবকিছু মিলিয়ে একটি রেট্রো লুক ক্রিয়েট করেছেন অভিনেত্রী।

তবে সব থেকে বেশি যেটি নজর কেটেছে সেটি হল ভিডিয়োর ক্যাপশন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পারফেক্টলি ইমপারফেক্ট।’ এই কথাটির মাধ্যমে তিনি নিজের অগোছালো সম্পর্কের কথা বলতে চেয়েছেন নাকি অন্য কিছু নিয়ে ইঙ্গিত করেছেন, সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।

প্রসঙ্গত, নুসরতের বৈবাহিক জীবন বা প্রেম জীবন নিয়ে এর আগেও তৈরি হয়েছিল জটিলতা। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি আচমকা বিয়ে করে ফেলেন যশ দাশগুপ্তকে। জন্ম দেন ঈশানকে। আপাতত সুখেই ছিলেন তিনি, কিন্তু তার মাঝে হঠাৎ ভাঙনের সুর বেজে উঠবে, তা নিজেও বুঝতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *