বছর খানেক ধরেই ধর্মে মতি বিরাট-অনুষ্কার। তারকাদম্পতদিকে কখনও লন্ডনের ইসকন মন্দিরে ঈশ্বরের নামসংকীর্তন করতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বারাণসির মন্দিরে ভক্তিভরে পুজো দিতে দেখা গিয়েছে তাঁদের। আর সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ছুটে গেলেন বৃন্দাবনে। পরনে শ্বেতশুভ্র পোশাক। চোখেমুখে আধ্যাত্মিকতার আবেশ। প্রেমানন্দ মহারাজের দরবারে আশীর্বাদ নিলেন বিরুষ্কা।
দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে সোমবারই ‘আলবিদা’ জানিয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ভক্তরা। বিরাটের ‘বিরাট ঘোষণা’য় যখন সবে ‘ধাক্কা’ সামলে উঠতে শুরু করেছেন অনুরাগীরা, তখন বিরুষ্কা ছুটে গেলেন বৃন্দাবনে। মঙ্গলবার সাত সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, গাড়িতে শুভ্রবসনে বসে রয়েছেন দম্পতি। ঠিক যে রঙের জার্সিতে বিরাটকে আর মাঠে দেখা যাবে না, বলে সোমবার থেকে লাগাতার আক্ষেপ প্রকাশ করেছিলেন ভক্তরা, ঠিক সেই সাদা রঙের শার্টেই ধরা দিলেন কিং কোহলি। দম্পতির উভয়ের মুখেই মাস্ক। ফটোশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে একমনে প্রার্থনা করতে দেখা গেল বিরাট-অনুষ্কাকে। আরেকটি ফ্রেমে ধরা পড়ল অভিনেত্রীর ছলছল চোখ। আশীর্বাদস্বরূপ হলুদ উত্তরীয় প্রাপ্তিও হয়েছে অনুষ্কার।

এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের দরবারে গিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। গত জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে গুরুর শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। সেবারও বৃন্দাবনে মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয়েছিল তাঁদের ছবি। সেখানে ‘দেশসেবক’-এর আখ্যাও পান কিং কোহলি। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরও প্রেমানন্দজির থেকে আশীর্বাদ নিলেন বিরাট কোহলি।