ছাত্রীকে যৌন নির্যাতন! দোষী সাব্যস্ত বিরিয়ানি বিক্রেতা

Spread the love

২০২৪ সালের চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন মামলায় জ্ঞানশেখরনকে দোষী সাব্যস্ত করল আদালত। সাজার মেয়াদ ২ জুন নির্ধারণ করবেন মহিলা আদালতের বিচারক রাজলক্ষ্মী। গত বছর ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল হয় তামিলনাড়ু। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। বিশ্ববিদ্যালয়ের পাশেই বিরিয়ানি বিক্রি করত ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি।

আন্না বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন মামলা কী?

২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার পর এই ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের ওল্ড বিল্ডিংয়ের কাছে নির্জন এলাকায় গল্প করছিলেন। নির্যাতিতার সেই বন্ধু বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। রাত ৮টা নাগাদ সেখানে উপস্থিত হয় অভিযুক্ত জ্ঞানশেখরন। সে দাবি করে, নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধুর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সে তুলেছে। ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে সে নির্যাতিতার বন্ধুকে মারধর করে এবং সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপরই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন নির্যাতক করে জ্ঞানশেখরন।জানান গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশেই বিরিয়ানি দোকান চালাত জ্ঞানশেখরন। আগেও তার বিরুদ্ধে চুরি এবং ভাঙচুরের মতো ছোটখাটো অপরাধের ২০টি মামলা দায়ের হয়েছে।

এরপর ২৪ ডিসেম্বর পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে ঘটনার কথা জানান নির্যাতিতা। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় অভিযোগও দায়ের হয়। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। ২৫ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২০১১ সালে ওই ক্যাম্পাসেই এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, এই ঘটনার কথা সামনে আসতেই বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ করে আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন-এর সদস্যরা ছাত্রীর বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।শুধু তাই নয়, তামিলনাড়ু অপরাধীদের স্বর্গ রাজ্যে হয়ে উঠেছে বলে অভিযোগ তোলে বিজেপি প্রধান কে আন্নামালাই। এআইডিএমকে-র জেনারেল সেক্রেটারি পালানিস্বামীও ডিএমকে-র সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন। এই অভিযোগের জবাবে তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রী জানান, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *