ছেলেকে আর কী পরামর্শ দিলেন এলন মাস্কের বাবা?

Spread the love

এলন মাস্ক। টেসলার মালিক। সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম এক্স হ্যান্ডলের প্রধান। এখানেই শেষ নয়, স্পেস এক্স-এরও বস তিনি। এবার এনডিটিভির প্রতিনিধির সামনে সোমবার মুখ খুলেছেন এলন মাস্কের বাবা এরল মাস্ক।

এলন মাস্কের বাবা এনডিটিভিকে ছেলেকে পরামর্শ দেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, এবার একটু বিশ্রাম নাও। তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন ,পুত্রকে কী পরামর্শ দেবেন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি পারো তাহলে বজায় রাখো। তবে আমি তাকে বলব এবার একটু বিরতি নাও।

সেই সঙ্গে পুত্রের প্রশংসা করে বাবা বলেন, এখন সে ৫৩ বছর বয়সি। আর ৫৩ বছর বয়সিরা বলেন, আমাদের বেশ বয়স হয়ে গিয়েছে। কিন্তু ওকে তো ৩০এর কোঠায় বয়স বলে মনে হয়।

তবে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কেবলমাত্র ছেলের প্রতি এই একটাই পরামর্শ তা নয়। ছেলে যাতে ভারতে বেড়াতে আসে তারও পরামর্শ দেন বাবা। এপ্রিল মাসে তাঁর ভারতে আসার পরিকল্পনা ছিল। কিন্তু টেসলা সংক্রান্ত কিছু ইস্যু থাকায় শেষ পর্যন্ত এলন মাস্ক আর আসতে পারেননি।

এলন মাস্কের বাবা বলেন, আমি কিছুটা আশ্চর্য হয়ে যাই যে সে ভারতে আসেনি। যদি সে না এসে থাকে তবে খুব ভুল করেছে।

মহাকাশে ভ্রমণের প্রতি এরল মাস্কের বাড়তি আগ্রহ রয়েছে। এরল মাস্ক জানিয়েছেন, ক্রম উন্নতি হচ্ছে এমন অর্থনীতির মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। ভারতের জন্য ভালো সময়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এলন মাস্কের বাবা এরল মাস্ক রবিবার ৫ দিনের ভারত সফরে এসেছেন। দিল্লিতে এসেছেন তিনি। পিটিআই সূত্রে খবর, অযোধ্য়ার রামমন্দিরেও যাবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এলন মাস্কের বাবা। পলিসি নির্মাতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, আমলাদের সঙ্গে তাঁর মিটিংয়ের কথা রয়েছে। ৬ জুন তিনি ফের সাউথ আফ্রিকার জন্য রওনা দেবেন।

৭৯ বছর বয়সি এরল মাস্ক। তিনি হরিয়ানার সাফিয়াবাদে সৌর ও ইভি চার্জার তৈরির ইউনিট পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *