ছোট দুই সন্তানকে অনাথ করে অভিশপ্ত বিমানে শেষ অর্জুন!৭ দিন আগে মৃত স্ত্রী

Spread the love

কেউ পরিবারের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন, তো কেউ যাচ্ছিলেন নতুন জীবন শুরু করতে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এই তালিকায় ছিলেন অর্জুন পাটোলিয়াও। কিছুদিন আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করে লন্ডনে ফিরছিলেন তিনি। চড়ে বসেছিলেন সেই অভিশপ্ত বিমানে। তাঁর মৃত্যু অনাথ করে দিল ৪ ও ৮ বছর বয়সি দুই সন্তানকে।

গুজরাটের অমরেলি জেলার বাসিন্দা অর্জুন পাটোলিয়া দীর্ঘদিন ধরে লন্ডনের বাসিন্দা। সেখানেই গত সপ্তাহে মৃত্যু হয় তাঁর স্ত্রী ভারতী বেনের। তাঁর শেষ ইচ্ছে ছিল তাঁর অস্থি যেন তাঁর নিজের গ্রামের নদীতে বিসর্জন দেওয়া হয়। সেই ইচ্ছে পূরণে ভারতে এসেছিলেন অর্জুন। এবং গোটা পরিবারের সঙ্গে মিলে স্ত্রীর শেষ ইচ্ছেপূরণ করেন। সমস্ত ধর্মীয় প্রক্রিয়া শেষ করার পর লন্ডন ফেরার জন্য বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমান ধরেন। লন্ডনে বাবার ফেরার প্রতীক্ষায় ছিল তাঁর ৪ ও ৮ বছর বয়সি দুই সন্তান। তবে ফেরা আর হয়ে ওঠেনি। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে অর্জুনের। দুর্ঘটনার খবর সামনে আসার পর শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে।

এয়ার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, অভিশপ্ত ওই বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন যাত্রী। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন ব্রিটিশ, পর্তুগালের ৭ জন ও কানাডার এক নাগরিক। পাশাপাশি পাইলট ও বিমান সেবিকা মিলে ছিলেন ১২ জন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান আকাশে ওড়ার পরই দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে। আছড়ে পড়ে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জনের। রহস্যজনকভাবে বেঁচে গিয়েছেন এক যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *