জইশ জঙ্গি আজিজের ‘রহস্যজনক’ মৃত্যু পাকিস্তানে

Spread the love

ফের একবার খবরে পাকিস্তানের বাহাওয়ালপুর। যে এলাকায় জঙ্গি সংগঠন জইশ এ মহম্মদের হেডকোয়ার্টার রয়েছে। সদ্য সেখানের মরকাজে জইশের তাবড় কমান্ডার জঙ্গি মৌলানা আবদুল আজিজ ইসারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এমই দাবি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের। জানা গিয়েছে, ২ জুন, পাকিস্তানের অন্দরে জইশ জঙ্গি আজিজ ইসারের রহস্যজনকভাবে মৃত্যু হয়। জানা যায়, এই কুখ্যাত জঙ্গি ‘গজওয়া- এ-হিন্দ’র কট্টর সমর্থন ছিল। শুধু তাই নয়, এই জঙ্গি চিরকালই ভারত বিরোধিতার বুলিতে ছিল বুঁদ। কিছুদিন আগেও সে ভারত বিরোধী ভাষণ দিয়েছিল পাকিস্তানের বুকে। আর এবার এল তার মৃত্যুর খবর।

উল্লেখ্য, বাহাওয়ালপুরে আজিজের শেষকৃত্যের খবর স্পষ্ট করছে, যে জইশের হেডকোয়ার্টারের এলাকাকেই সম্ভবত ছিল আজিজ। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও রহস্য। কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা আজিজের মৃত্যু নিঃসন্দেহে পাকিস্তানে আইএসআই-র মদতপুষ্ট জঙ্গি সংগঠনের জন্য বেশ বড় ধাক্কা।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’র সময় পাকিস্তানের বাহাওয়ালপুরের মারকজ ছিল ভারতীয় সেনার নিশানায়। জানা যায়, ২০১৯ সালের পুলওয়ামা হামলা সহ একাধিক সন্ত্রাসী হানার নীল নক্সা এই জায়গাতেই করা হয়েছে। এদিকে, জঙ্গিদের সেই আঁতুরঘরের এলাকায় এমন তাবড় জইশ কমান্ডারের রহস্যমৃত্যু ঘিরে নানান প্রশ্ন থেকে যাচ্ছে।

রিপোর্ট বলছে, টেলিগ্রামে, জইশ ক্যাডারের তরফে একটি বার্তা পাঠানো হয় আজিজের মৃত্যু নিয়ে। জানানো হয়, হঠাৎ করে হার্ট অ্যাটাকে আজিজের মৃত্যু হয়েছে। তবে পাকিস্তানের পুলিশের তরফে এই মৃত্যুর কারণ নিয়ে কিছু জানানো হয়নি অফিশিয়ালি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল এই জইশ কমান্ডার। উল্লেখ্য, কিছুদিন আগেই লস্করের এক জঙ্গি রাজাউল্লাহ নিজামানি খালিকদও পাকিস্তানের বুকে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে নিহত হয়। এই কুখ্যাত জঙ্গি আবু সইফুল্লাহ খালিদ নামে পরিচিত। গত ১৭ মে সে সিন্ধ প্রভিন্সে মারা যায়। ঠিক তার এক মাসের মধ্যে এল পাকিস্তানের বুকে আরও এক জঙ্গির রহস্যজনক মৃত্যুর খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *