জনপ্রিয়তার নিরিখে ৩ খানের মধ্যে কাকে এগিয়ে রাখলেন কাজল?

Spread the love

এই মুহূর্তে আসন্ন ছবি ‘মা’- এর প্রচারে ভীষণ ব্যস্ত কাজল। অজয় দেবগন প্রযোজিত এই ছবিটি একটি আধ্যাত্বিক ভৌতিক ছবি হতে চলেছে। সম্প্রতি সিনেমার প্রচারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলিউডে তিন খান প্রসঙ্গে কথা বলেন কাজল। তিন বন্ধুর তিন গুণ সকলের সামনে তুলে ধরেন তিনি।

৯০ দশকে কাজল ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি তিন খান অর্থাৎ আমির খান, সলমন খান এবং শাহরুখ খানের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন। কাজল শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু হলেও আমির এবং সলমন খানকেও ভীষণ কাছ থেকে দেখেছেন তিনি। এই ৩ সুপারস্টারের মধ্যে কোন গুণ বর্তমান সেটাই সম্প্রতি তুলে ধরেছেন অভিনেত্রী।

গ্যালাটা ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমার মনে হয় শাহরুখ এবং আমির দুজনেই অত্যন্ত পেশাদার। পেশাদারিত্বের দিক থেকে দুজনেই প্রশংসার যোগ্য। এই দুজনেই নিজের কাজ নিয়ে ভীষণ শৃঙ্খলাপরায়ণ এবং সিরিয়াস।’

কাজল বলেন, ‘তবে আমার মনে হয় সলমন খান হলেন সলমন খান। বছর পর বছর তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন কাজ করতে অবিশ্বাস্য। আমার মনে হয় সলমনের থেকে বড় তারকা আর কেউ নেই। কিছুদিন আগে আমিরও বলেন, সলমন হলেন এমন একজন তারকা যার সিনেমা ১০০ কোটির গণ্ডি অতিক্রম করবেই।’

কাজলকে যখন বলা হয় যে, শুধু সলমন নন, অক্ষয় কুমারের সিনেমা ১০০ কোটির গণ্ডি খুব তাড়াতাড়ি অতিক্রম করে। এই কথার পরিপ্রেক্ষিতে কাজল বলেন,’ হতে পারে, তবে সলমন খানের স্টারডমকে স্পর্শ করার ক্ষমতা নেই অক্ষয়েরও। আমার মনে হয় অক্ষয়ও এই ব্যাপারে একমত হবেন।’

এখানে বলে রাখা ভালো, বিয়ের আগে পর্যন্ত অক্ষয় ছিলেন কাজলের ক্রাশ, যদিও এই ব্যাপারটি নিয়ে অভিনেতা কিছুই জানতেন না। কপিল শর্মার অনুষ্ঠানে এসে এই কথাটি সবার সামনে তুলে ধরেছিলেন করণ জোহর।

প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে ৭টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন কাজল যার প্রত্যেকটি ছেলের সুপার হিট। অন্যদিকে আমির খানের সঙ্গে ফানা ছবিতে অভিনয় করেছিলেন কাজল। সলমন খানের সঙ্গে পেয়ার কিয়া তো ডারনা কেয়া সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *