জন্মদিনে জানুন সোনু নিগমের জীবনের অজানা কাহিনি

Spread the love

৩০ জুন সোনু নিগমের জন্মদিন। ১৯৭৩ সালের ৩০ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। ফলে এই বছর তিনি ৫২ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে গায়কের জীবনের অজানা কাহিনি জেনে নিন।

সোনু নিগমের জীবনের অজানা কাহিনি

আজ সোনু নিগম বলিউডের জনপ্রিয় গায়ক। কিন্তু এই সফলতা একদিনে আসেনি। নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক ধাক্কা খেতে হয়েছে তাঁকে। ওঁকে কেউই সহজে কাজ দেননি। উনি বলিউডে প্লেব্যাক শুরু করার আগে বাবার সঙ্গে মিলে বিভিন্ন বিয়ে বাড়িতে গিয়ে গিয়ে গান গাইতেন। এরপর তিনি ভাগ্য অন্বেষণে মুম্বই আসেন। ১৯৯১ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি মুম্বই আসেন। কিন্তু এখানে এসে বোঝেন যে লড়াইটা মোটেই সহজ হবে না। যথেষ্ট পরিশ্রম করতে হবে। তিনি সেটা করতে শুরুও করে দেন। ৪ বছর ধরে বিভিন্ন মিউজিক ডিরেক্টরের সঙ্গে দেখা করার, কাজ খোঁজার চেষ্টা করেন। কিন্তু সব জায়গা থেকেই তাঁকে বিতাড়িত করে দেওয়া হয়।

এরপর অনেক কষ্ট করে বর্ডার ছবির হাত ধরে ব্রেক পান সোনু। এই ছবিতে সন্দেশে আতে হ্যায় গানটি গান তিনি। ওঁর সেই গান, গায়কী সবার হৃদয় জয় করে নেয়। আজ প্রায় ২৬ বছর পরেও একই রকম জনপ্রিয় সেই গান। এই গানটির পর সোনু নিগমকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। খ্যাতি পান। পান কাজও। একের পর এক সুপারহিট গান উপহার দেন তিনি এরপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *