জন্মদিনে হিটম্যানের কষ্ট ‘খুঁচিয়ে দিলেন’ ঋদ্ধি

Spread the love

বুধবার ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার(Rohit Sharma) ৩৯তম জন্মদিন। ৩৮ পেরিয়ে ৩৯-এ পা দিয়েছে ভারতীয় দলের অধিনায়ক। হিটম্যান গত এক বছরে ভারতীয় দলের হয়ে বহু সাফল্যই পেয়েছেন। ১ বছরে রোহিত অধিনায়ক হিসেবে যে সাফল্য পেয়েছেন, সেটা বহু অধিনায়কই পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। মাত্র ৯ মাসের মধ্যেই রোহিত শর্মা অধিনায়ক হিসেবে আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন।

হিটম্যানের জন্মদিনে রোহিতকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তাঁর সতীর্থ, প্রাক্তনীরা। বাদ যায় বিসিসিআইও। সকলেই নিজেদের মতো করেই হিটম্যানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু রোহিতের প্রাক্তন সতীর্থ ঋদ্ধিমান সাহা এমন একটি পোস্ট করলেন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, যা দেখে সকলেই হতবাক হয়ে গেলেন।

বিশ্বকাপের ট্রফি হাতে রোহিত, ছবি পোস্ট ঋদ্ধির
এক্ষেত্রে বলাই বাহুল্য, বিতর্ক থেকে কয়েক মাইল নিজেকে দূরে রাখা ঋদ্ধিমান সাহা হয়ত বিষয়টি সম্পর্কে নিজেও অবগত ছিলেন না। আসলে রোহিত শর্মাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে নিজের ছবিও পোস্ট করেন ঋদ্ধি। পাশাপাশি আইসিসির ট্রফি হাতে রোহিতের ছবিও তিনি দেন। এরই মধ্যে তিনি ২০২৩ আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ হাতে রোহিতের একটি ছবিও পোস্ট করেন, যা দেখে অনেকেরই মন খারাপ হচ্ছে।

১৯ নভেম্বর ২০২৩, বিশ্বকাপ হাতছাড়া ভারতের
১৯ নভেম্বর ২০২৩, ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। সেই ম্যাচের আগেই আইসিসির প্রতিযোগিতার নিয়ম মতো দুই ফাইনালিস্ট দলের অধিনায়ককে নিয়েই একটি ফটোশ্যুট করা হয়েছিল ট্রফি নিয়ে। সেই ফটোশ্যুটের ছবিই আসলে ঋদ্ধিমান সাহা পোস্ট করে রোহিত শর্মাকে জন্মদিনে শুভেচ্ছা জানান, যে ট্রফিটি অধিনায়ক হিসেবে রোহিতের কেরিয়ারে জেতা অধরা থেকে গেছে।

ICCর ওডিআই বিশ্বকাপ অধরা রোহিতের
আইসিসির প্রায় সব ট্রফিই রোহিতের জেতা, একমাত্র ওডিআই বিশ্বকাপ বাদ দিয়ে। কিন্তু সেই বিশ্বকাপ হাতে রোহিতের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় নেটিজেনরা কেউ ঋদ্ধিকে ট্রোল করছেন তো আবার কেউ মন খারাপ করেই জিজ্ঞাসা করছেন, যে এভাবে কেউ কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানায় নাকি?

বোর্ডের শুভেচ্ছা রোহিতকে
প্রসঙ্গত বিসিসিআইয়ের তরফেও ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয় তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যান তুলে ধরে। সেখানে লেখা হয়, ‘৪৯৯ ম্যাচ, ১৯৭০০ রান, ৪৯টি শতরানের মালিক, ২০০৭ আইসিসি টি২০ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীকে জন্মদিনে শুভেচ্ছা। ২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি তিনি একমাত্র ক্রিকেটার যিনি ওডিআইতে তিনটি দ্বিশতরান করেছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *