জন বারলাকে আইনি চিঠি পাঠালেন শুভেন্দু

Spread the love

তৃণমূলে যোগদান করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা। এই অভিযোগ তুলে জন বারলাকে আইনি চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে জন বারলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হন জন বারলা। ক্রমে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাঁর। এমনকী মুখ্যমন্ত্রীর সভামঞ্চেও দেখা যায় তাঁকে। তার পর থেকেই তাঁর তৃণমূলে আনুষ্ঠানিক যোগদানের অপেক্ষা চলছিল। বৃহস্পতিবার কলকাতায় সেই আনুষ্ঠানিকতা পূরণ করেন তিনি। তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে দলবদল করেন বারলা। আর দলবদল করেই তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

বারলা বলেন, রেলের সহযোগিতায় আলিপুরদুয়ারে ১০০ শয্যার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন। সেজন্য টাকাও বরাদ্দ হয়ে গিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর অসহযোগিতায় হাসপাতাল করতে পারেননি তিনি। তিনি বলেন, কাজ করতে না দিলে দলে থাকব কেন?

জন বারলার এই দাবি ভিত্তিহীন বলে জানিয়ে পালটা শুভেন্দু অধিকারী বলেন, আমি ওনাকে আইনি চিঠি পাঠাচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে হয় ওনাকে প্রমাণ করতে হবে, নইলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আমি ওনার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করব।

শুভেন্দুবাবু বলেন, ওনার সঙ্গে আমার কোনও যোগাযোগই নেই। ওনার স্ত্রী অসুস্থ হওয়ার পর একবারই ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। রাজু বিস্তা ফোন নম্বর পাঠিয়েছিলেন, আমি ফোন করে ওনার স্ত্রীর কুশল জেনেছিলাম। তখন ওনার স্ত্রী খুব অসুস্থ ছিলেন। সাংসদ পদ চলে যাওয়ায় দিল্লির বাংলো ছেড়ে দিতে হয়েছিল ওনাকে। রাজু বিস্তার বাড়িতে থেকে উনি স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। এমনকী দলের তরফে ওনাকে যথাসাধ্য সাহায্যও করা হয়েছিল।

শুভেন্দুবাবু আরও বলেন, বিজেপি থেকে কেউ তৃণমূলে যোগদান করলে তাঁকে আইপ্যাকের শিখিয়ে দেওয়া বুলি আউড়াতে হয়। সেখানে বিজেপির থেকে বেশি আমাকে আক্রমণ করার নির্দেশ থাকে। জন বারলাও সেই কাজই করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *