জম্মুতে পর পর পাক ড্রোন গুঁড়িয়ে দিল সেনা

Spread the love

বৃহস্পতিবার রাতে জম্মুতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের। এরপরই তার জবাবে ভারতীয় সেনা পর পর যুদ্ধবিমান নিয়ে পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে বলে খবর। জানা যাচ্ছে, পাকিস্তানের তরফ থেকে গুলি চালনাও শুরু হয়ে গিয়েছে জম্মু সীমান্তে। এদিকে, পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে পাল্টা ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম ‘এস ৪০০’ সুদর্শন চক্র সক্রিয়।

জানা যাচ্ছে, ভারতের তরফে একটি এফ ১৬ বিমান গুঁড়িয়ে দেওয়া হল জম্মুতে। এছাড়াও জম্মুর একাধিক জায়গায় ভারত যোগ্য জবাব দিতে শুরু করেছে। জানা যাচ্ছে, জম্মু বিমানবন্দরকে টার্গেট করে পাকিস্তান এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলা শুরু হতেই জম্মুতে ব্ল্যাক আউট হয়েছে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে, জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বহু জায়গায় মোবাইলের নেটওয়ার্কও অনেকে পাচ্ছেন না বলে মিডিয়া রিপোর্ট দাবি করছে। জানা যাচ্ছে, শুধু ড্রোন নয়, মিসাইল হামলাও হয়েছে।

এদিকে, এই পরিস্থিতিতে বৈষ্ণোদেবীতে সম্পূর্ণ ব্ল্যাকআউট সম্পন্ন হয়েছে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছুক্ষণ এই সংঘাত পর্ব চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই গোটা ঘটনায় আলাদা করে নজর কেড়েছে ‘এস ৪০০ সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স। তথ্য বলছে, শ্রীনগরের বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ও শুক্রবার রাতে দুই দিনই পর পর পাকিস্তানের তরফে আকাশপথে হামলার চেষ্টা হয়েছে। আর দুই দিনই ভারতের এস ৪০০ সুদর্শন চক্রকে সক্রিয় করা হয়েছে। প্রশ্ন উঠতে পারে কী এই এস ৪০০ সুদর্শন চক্র? এটি একটি প্রতিরক্ষা সিস্টেম। উল্লেখ্য, রাশিয়ায় তৈরি এই এস৪০০ সিস্টেম শত্রুর আগাম বার্তা আঁচ করতে ব্যবহৃত হয়। এই বিমান ৬০০ কিলোমিটার দূরের টার্গেটকে আঁচ করতে পারে বলে জানা যাচ্ছে। এর রেঞ্জ রয়েছে ৪০০ কিলোমিটার পর্যন্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *