জয়শংকর পা রাখছেন ইউরোপের ৩ তাবড় দেশে! দিল্লির ফোকাসে কী?

Spread the love

পহেলাগাঁওতে সন্ত্রাসীদের নির্মম হত্যালীলার পরই পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’এ মোক্ষম জবাব দিয়েছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি। পাল্টা পাক ড্রোন জম্মু, পঞ্জাবে পড়তেই সেই রাতেই পাকিস্তানের তাবড় বায়ুঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বহুদূর জল গড়ানোর পর শেষমেশ দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। এই অবস্থায় ভারতের দেখাদেখি পাকিস্তানও তার কূটনৈতিক টিম পাঠাচ্ছে বিভিন্ন দেশে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ছুটেছেন সেদেশের ‘সব মরশুমের বন্ধু’ চিনের কাছে। আর ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সফরের ফোকাসে ইউরোপের ৩ বড় দেশ।

আজ সোমবারই ইউরোপের উদ্দেশে রওনা হচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এককালে ভারতের আইএফএস অফিসার থাকা জয়শংকর পা রাখছেন জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্কে। জানা যাচ্ছে, দিল্লির কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাসে রয়েছে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে দেওয়া। সেই দিক থেকে ইউরোপিয় দেশগুলিতে জয়শংকরের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর এই প্রথম ইউরোপের সফরে যাচ্ছেন জয়শংকর। জানা গিয়েছে, ১৯ থেকে ২৪ মে পর্যন্ত রয়েছে জয়শংকরের এই সফর। উল্লেখ্য, ইউরোপের নানান জায়গা এপর্যন্ত সন্ত্রাসের কবলে পড়েছে। সেই জায়গা থেকে সন্ত্রাস নিয়ে ভারতের ‘জিরো টলারেন্স’র বার্তায় সদ্য সংঘাতের প্রসঙ্গ তুলতে পারে দিল্লি। জয়শংকরের এই ইউরোপ সফর সেই দিক থেকে বেশ তাৎপর্যবাহী।

প্রসঙ্গত, নেদারল্যান্ডসে সফরের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে সেই কর্মসূচি হয়েছে বাতিল। ভারত, পাকিস্তান সংঘাতের আবহে এই কর্মসূচি বাতিল করা হয়। এবার সেই নেদারল্যান্ডসেই যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। বিদেশমন্ত্রক বলছে, জয়শংকরের এই সফরে এলাকা ভিত্তিক ও বিশ্ব ভিত্তিক নানান রকমের আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা হতে চলেছে। জার্মানি ইউরোপে ভারতের প্রধান কৌশলগত অংশীদার, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ভারতের সাথে গ্রিন ট্রানজিশন প্রকল্পে কাজ করবে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর নিয়েও ওই তিন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন জয়শংকর।

এদিকে, জানা যাচ্ছে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার চিনে এক ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন। সেখানে তিনি অফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকির সঙ্গেও দেখা করতে পারেন। এদিকে, চিনের বিদেশ মন্ত্রকের ওয়াং ইর সঙ্গেও বৈঠকে বসার কথা দারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *