বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়কে নিয়ে এখনও গসিপ চলছেই। তাদের সম্পর্কে নানা সমীকরণ দিতে ব্যস্ত নেটিজেনরা। এবার অভিষেক বচ্চন ও তার বড় বোন শ্বেতার একটি সাক্ষাৎকার নজরে এসেছে। যেখানে দেখা গেছে মা ও স্ত্রীর বিষয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন অভিষেকের বোন শ্বেতা বচ্চন।
বলিউডের রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এর একটি পুরোনো ক্লিপ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অভিষেক বচ্চন ও তোর বোন শ্বেতা বচ্চন অংশ নিয়েছিলেন এই পর্বে। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর মজার ছলে অভিষেককে প্রশ্ন করেন, তোমার স্ত্রীকে বেশি ভয় পাও, না মাকে?
জবাবে অভিষেক বলেন, ‘মাকেই বেশি ভয় পাই।’ সঙ্গে সঙ্গেই শ্বেতা বচ্চন মন্তব্য করেন, ‘স্ত্রী!’ তখন অভিষেক হেসে বলেন, ‘এটা আমার র্যাপিড ফায়ার, চুপ করো!’

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করেছেন, অভিষেক যে ঐশ্বরিয়াকে ভয় পায় সেটা তার আচরণেই স্পষ্ট।
অন্যদিকে, কানে এই সপ্তাহে নজর কেড়েছেন ঐশ্বরিয়া। প্রথমদিন তিনি পরেছিলেন সাদা রঙের সোনালি কাজ করা শাড়ি, আর দ্বিতীয় দিনে ছিল এক গা কালো গাউন। ‘কুইন অফ ক্যান’ নামে পরিচিত ঐশ্বরিয়া গত দুই দশকেরও বেশি সময় ধরে কানে লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে হাজির হচ্ছেন।