জামাইষষ্ঠীতে বাবা হলেন পরমব্রত

Spread the love

জামাইষষ্ঠীতে সুখবর এল প্রকাশ্য, পরমব্রত চট্টপাধ্যায় ও পিয়া চক্রবর্তী বাবা-মা হলেন। ছেলে হল না মেয়ে? জানা গিয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে জামাইষষ্ঠীর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা এবং সন্তান দু’জনেই এখন সুস্থ আছে।কাউকে কিছু না বলে হঠাৎই ২০২৩ সালে বিয়ে সেরে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরম-পিয়া। ২৭ নভেম্বর চার হাত এক হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। তারপর ২০২৫-এর ভ্যালেন্টাইনস ডে-এর আবহে সব থেকে বড় চমকটা দেন পরম-পিয়া। প্রেমদিবসের পরে দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি পরম পিয়া জানান তাঁদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। সেই সময় জানা গিয়েছিল জুনের শুরু দিকেই ভূমিষ্ঠ হবে সন্তান। Baby On The Way-কার্ড শেয়ার করে পিয়া চক্রবর্তী সেই সময় লিখেছিলেন, ‘ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর দুই পোষ্যের ছবি দিয়ে ৪টি লাইনে লিখেছেন, ১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!’

একটি কুকুর ও বিড়াল অর্থাৎ নীনা ও বাঘা এই দুই পোষ্য সন্তানদের নিয়েই ছিল পরমব্রত-পিয়ার সুখের সংসার। এবার তাঁদের সেই সংসারে যোগ দিল তাঁদের সদ্যজাত। রবিবার সকলকে চমকে দিয়ে এই সুখবরই প্রকাশ্যে এসেছে। পিয়ার সহকর্মী রত্নাবলী রায়, তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করে একপ্রকার সকলকে চমকে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়েতে তাঁর অনুরাগীরা যেমন একদিকে ব্যথা পেয়েছিলেন, তেমনি বন্ধু অনুপমের বউকে বিয়ে করায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি পরমকে। কিন্তু সেসব কটাক্ষ, বিদ্রুপ উপেক্ষা করে তাঁরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে আজ বাবা-মা। পরমব্রত চট্টপাধ্যায় ও পিয়া চক্রবর্তীকে তাঁদের ছেলের জন্মের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *