জামাইষষ্ঠীর সকালে আত্মঘাতী নববধূ

Spread the love

জামাইষষ্ঠীর দিন সকালে অস্বাভাবিক মৃত্যু হল সদ্য বিবাহিতা এক তরুণীর। ওই বধূ গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করা হয়েছে বলে শ্বশুরবাড়ির তরফে তাঁর বাপেরবাড়িতে জানানো হয়। যদিও সেই কথা মানতে নারাজ মৃতার বাপেরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার নাম লক্ষ্মী সর্দার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা এলাকায়।

জানা গিয়েছে, বছর ১৯-এর লক্ষ্মীর সঙ্গে একমাস আগে বিয়ে হয়েছিল দীপক দুর্লভের। দীপক পরিযায়ী শ্রমিকের কাজ করেন। গত তিনদিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন। গতকাল শনিবার, লক্ষ্মীর মা পুতুল সর্দার মেয়ে-জামাইকে জামাইষষ্ঠী উপলক্ষ্যে নিমন্ত্রণ করেছিলেন। মেয়ে ও জামাই নির্দিষ্ট সময়ে বাড়ি আসবেন বলে জানিয়েওছিলেন। মেয়ের গলাতে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে দাবি মায়ের।

আজ সকালে জামাইষষ্ঠীর জন্য বাজার করছিলেন পুতুল সর্দার। তখনই ফোনে দুঃসংবাদ আসে। মেয়ের শ্বশুরবাড়ির তরফে জানানো হয়, লক্ষ্মী গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। লক্ষ্মীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মেয়ে এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন না। এমনই দাবি করছেন পুতুল সর্দার। লক্ষ্মী সর্দারকে কি খুন করা হয়েছে? সেই প্রশ্নও উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার শ্বশুরবাড়ির লোকদের নামে মৃতার বাপেরবাড়ির লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জামাইষষ্ঠীর দিন এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *