জামিন পাচ্ছেন ইমরান খান?

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খান শিগগিরই জামিন পেতে পারেন এবং এক্ষেত্রে ১১ জুন একটি ‘গুরুত্বপূর্ণ তারিখ’ বলে ইঙ্গিত দিয়েছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এআরওয়াই নিউজের সঙ্গে আলাপকালে গওহর সব পাকিস্তানি, ফিলিস্তিনি এবং সীমান্তে যুদ্ধরত সৈন্যদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ইমরান খানের উপস্থিতি ছাড়াই এটি চতুর্থ ঈদ, তবুও তার আদর্শ দলকে পরিচালিত করে চলেছে।

পিটিআই বিরোধী দলগুলোর সঙ্গে মিলে একটি আন্দোলন শুরু করবে এবং ইমরান খান জেল থেকেই এর নেতৃত্ব দেবেন বলেও জানান গওহর। 

দেশের অস্তিত্ব ও নিরাপত্তার স্বার্থে তিনি বিরোধী দলগুলোকে পিটিআই’র সঙ্গে যোগদানের আহ্বান জানান। বলেন, আসন্ন বাজেটের জন্য কৌশল চূড়ান্ত করা হয়েছে, ৯ জুন একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

গওহর দৃঢ়ভাবে বলেন যে, ইমরানের মুক্তির জন্য কোনো চুক্তি করা হবে না এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ কোন্দলের গুজব উড়িয়ে দিয়ে দলের ঐক্যও নিশ্চিত করেন তিনি।

এআরওয়াই নিউজ বলছে, এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এর আগে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করার আবেদনের শুনানি ১১ জুন পর্যন্ত মুলতবি করা হয়। 

পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) তাদের যুক্তি প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করার পর মামলাটি মুলতবি করা হয়। আইএইচসি-র ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরফরাজ ডোগার এবং বিচারপতি মুহাম্মদ আসিফ মামলাটি শুনানি করেন। 

অন্যদিকে, ইমরান খান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। আর পিটিআই নেতা গওহর স্পষ্ট করে বলেছেন, এই আন্দোলন ইসলামাবাদকে কেন্দ্র করে নয় বরং পুরো পাকিস্তানজুড়ে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *