জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তিন অবিস্ফোরিত বোমা শনাক্ত

Spread the love

জার্মানির কোলন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। শনাক্ত করার পর এখন সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তার আগে শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

গত সোমবার (২ জুন) কোলন শহরের ডয়ৎস এলাকার একটি জাহাজ নির্মাণকেন্দ্রে যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি বোমা শনাক্ত হয়। গত প্রায় ৮০ বছর ধরে এগুলো লোকচক্ষুর আড়ালেই ছিল। বোমাগুলোর দুটির ওজন ৯০ কেজি ও অপরটি ৪৫ কেজি।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জুন) সকালে বোমাগুলোর নিষ্ক্রিয়করণ কাজ শুরু হয়। এর আগে শহরের কেন্দ্রের ১ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ৯টি স্কুল ও ৫৮টি হোটেল, তিনটি ব্রিজ, একটি ট্রেন স্টেশন, কয়েকটি জাদুঘর, একটি বড় হাসপাতাল, একটি টাউনহলসহ কোলন শহরের পুরনো অংশ খালি করতে বলা হয়েছে। কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা খালি করা এলাকায় ঘুরে ঘুরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর খালি কিনা তা নিশ্চিত করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কেউ নিজ থেকে না বের হয়, তাহলে পুলিশ সঙ্গে নিয়ে জোরপূর্বক সরিয়ে নেয়া হবে। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এদিকে সরিয়ে নেয়া বাসিন্দাদের জন্য দুটি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে আইডি কার্ড, প্রয়োজনীয় ওষুধ এবং পোষা প্রাণী সঙ্গে নিয়ে বের হতে বলা হয়েছে। বাসিন্দারা আবার কখন শহরে ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। 

শহর কর্তৃপক্ষ বলেছে, সংশ্লিষ্ট সবাই আশা করছে বুধবারের ভেতর নিস্ক্রিয়করণ শেষ হয়ে যাবে। এটা কেবল তখনই সম্ভব যখন নির্ধারিত এলাকাগুলোর সবাই তাদের বাড়ি ও কর্মস্থল ত্যাগ করবেন এবং খালি করে ফেলার নির্দেশ দেয়া এলাকার বাইরে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *