জার্মানিতে সফল অস্ত্রোপচার করালেন ভারত অধিনায়ক

Spread the love

ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব জার্মানির মিউনিখে সফলভাবে একটি স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ESPNcricinfo। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যকুমার লিখেছেন, ‘লাইফ আপডেট: ডান দিকের পেটের নীচে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করালাম। ধন্যবাদ জানাই, অস্ত্রোপচারটা খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমি এখন সুস্থতার পথে। খুব শিগগিরই মাঠে ফিরতে মুখিয়ে আছি।’

৩৪ বছর বয়সি সূর্যকুমার শেষবার খেলেছিলেন আইপিএল ২০২৫-এ, যেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে-অফে পৌঁছাতে বড় ভূমিকা নেন।

আইপিএল ২০২৫-এ সূর্যকুমার যাদব রেকর্ড গড়া পারফরম্যান্স করেছেন। টানা ১৬ ইনিংসে ২৫ বা তার বেশি রান করে গড়েছেন বিশ্বরেকর্ড। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৭১৭ রান—মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটারের এক মরশুমে সর্বোচ্চ রান এবং আইপিএল ইতিহাসে কোনও মিডল অর্ডার ব্যাটারের সর্বোচ্চ রান।

ভারত বর্তমানে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে, যা চলবে ৪ অগস্ট পর্যন্ত। এরপর দল যাবে বাংলাদেশ সফরে, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে। সূর্যকুমার, যিনি ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আর কোনও ওয়ানডে খেলেননি, এই আন্তর্জাতিক বিরতি কাজে লাগিয়ে অস্ত্রোপচার করান ও রিকভারির দিকে মন দেন। তিনি অগস্ট ২৬ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ টি-২০ সিরিজে ভারতের নেতৃত্বে ফেরার কথা রয়েছে।

২০২৪ সালের জুনে ভারতের বিশ্বকাপ জয়ের পর, রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার টি-২০ থেকে অবসরের পর সূর্যকুমার যাদবের হাতে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। তাঁর নেতৃত্বে ভারতের টি-২০ ব্যাটিং পৌঁছেছে নতুন উচ্চতায়—আক্রমণাত্মক মেজাজ ও গভীর ব্যাটিং লাইনআপ হয়ে উঠেছে দলের চাবিকাঠি। একাধিক বড় রানের ইনিংস খেলা ভারত অক্টোবর ২০২৪-এ বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান তোলে—টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *