জি বাংলার জনপ্রিয়অনুষ্ঠান গুলির মধ্যে একটি হলো ‘ডান্স বাংলা ডান্স।’ চলতি বছর ডান্স বাংলা ডান্সের মঞ্চে ইতিমধ্যেই দেখা গিয়েছে একের পর দুর্দান্ত পারফরমেন্স তবে এবার রথযাত্রা উপলক্ষে জি বাংলা দর্শকদের জন্য নিয়ে এলো বড় চমক। টেলিভিশনে এই প্রথমবার দেখা যাবে আমির খানকে।
জি বাংলার তরফ থেকে যে প্রমোটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, রথযাত্রা উপলক্ষে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ শো দেখছেন আমির খান। তবে সুদূর মুম্বই থেকে তিনি কলকাতায় এসে অনুষ্ঠানটি দেখতে পারেননি, বরং দেখেছেন লাইভ টেলিকাস্ট।
বিশেষ এই অনুষ্ঠানে একদিকে যেমন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক তারকাকে নাচ করতে দেখা গিয়েছে তেমন অন্যদিকে মঞ্চে সকলকে একসঙ্গে রথ টানতেও দেখা দিয়েছে। সব মিলিয়ে যেন রথ যাত্রার অনুষ্ঠানে এক আলাদা আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে সকলকে।
প্রমোয় দেখা যাচ্ছে, অনুষ্ঠানের কলাকুশলীদের নাচ দেখছেন আমির খান। একের পর এক নাচ দেখছেন এবং মুগ্ধ হচ্ছেন তিনি। সুদূর মুম্বইয়ের বসে অনুষ্ঠানটি দেখলেও যেন মনে হচ্ছে তিনি সামনেই বসে রয়েছেন। তিনি শুধু নাচের তারিফ করেছেন তা নয়, সবাইকে রথ যাত্রার শুভেচ্ছাও জানিয়েছেন।

তবে আমির খানের এই উপস্থিতি অনেকেই তির্যক চোখে দেখেছেন। হঠাৎ আমির খানের জগন্নাথ প্রীতি জন্মেছে কেন সেই নিয়েও প্রশ্ন করেছেন অনেকেই। তবে এই গোটা ব্যাপারটাই যে আসন্ন ছবি’ সিতারে জামিন পর’ ছবির প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে, সেই বিষয়ে সকলেই একমত।
প্রসঙ্গত, চলতি বছর জি বাংলার মঞ্চে বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছে। যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে। মহাগুরু মিঠুন চক্রবর্তীকেও এই বছর দেখা গিয়েছে মঞ্চে।
উল্লেখ্য, আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ মুক্তি পাবে আগামী ২০ জুন। আসন্ন ছবির জন্য বিভিন্ন স্থানে প্রচারের কাজে ব্যস্ত আমির। সিনেমাটি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী অভিনেতা।