জীবন কেড়ে নিলেও মুসলিমরা মাথা নত করবে না: মাওলানা

Spread the love

পাকিস্তান দেখিয়েছে যে একটি ইসলামিক দেশের ভারতের অহংকার চূর্ণ করার শক্তি আছে এবং মুসলিমদের জীবনও যদি কেড়ে নেয়া হয় তারা অত্যাচারীদের সামনে কখনো মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।কোয়েটার জারঘুন রোডে বৃহস্পতিবার (১৫ মে) এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মাওলানা ফজলুর এসব কথা বলেন। 

জাতীয় ঐক্যকে বিপন্ন করতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধে শাসকদের সতর্ক করে তিনি বলেন, ফেডারেশন বা প্রদেশগুলোর একে অপরের অধিকার এবং সম্পদ দখল করার চেষ্টা করা উচিত নয়। 

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের পররাষ্ট্র নীতির লক্ষ্য পাকিস্তানকে অস্থিতিশীল করা, যেখানে ভারত ইসরাইলের প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ‘তীব্র এবং সুষ্ঠু প্রতিক্রিয়া’র (ভারতের বিরুদ্ধে) প্রশংসা করে বলেছেন, ‘পাকিস্তানের জনগণ গাজার প্রতিশোধ নিয়েছে।’

জেইউআই-এফ প্রধান বলেন, পাকিস্তান দেখিয়েছে যে ‘একটি ইসলামী দেশের ভারতের অহংকার চূর্ণ করার শক্তি আছে এবং একইভাবে, মুসলিম উম্মাহর শাসকদের ইসরাইলের শক্তি চূর্ণ করার ক্ষমতা আছে’।

তিনি আরব শাসকদের ‘তাদের পূর্বপুরুষদের যোদ্ধা মনোভাব পুনরুজ্জীবিত করার এবং দৃঢ় অবস্থান গ্রহণ করার’ আহ্বান জানান। তবে কিছু আরব নেতার কর্মকাণ্ড উম্মাহর সম্মানকে কলঙ্কিত করেছে বলে দুঃখ প্রকাশ করেন।

জেইউআই-এফ এর সমাবেশগুলো যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপের কাছে একটি জোরালো বার্তা পাঠিয়েছে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘যদি মুসলিমদের জীবনও কেড়ে নেয়া হয়, তারা কখনো অত্যাচারীদের সামনে মাথা নত করবে না’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *