‘জুতো পেটা করব!’

Spread the love

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ বিধায়ক এবং সচিবের মধ্যে কথোপকথন কে ভুলতে পারে? গোঁফে তা দিতে দিতে সচিব অভিষেক ত্রিপাঠীকে কটাক্ষ করে ফুলেরার বিধায়ক চন্দ্রকিশোর সিং বলেছিলেন, ‘সচিব হয়েছ বলে নিজেকে কেউকেটা মনে করছ?’ সচিবও চুপ থাকার বান্দা নন। বিধায়কের সরাসরি বলে দেন, ‘আমি গ্রামবাসীদের জন্য কাজ করি।বিধায়কের চামচাগিরি করি না।’ তবে এবার পর্দায় নয়, অবিকল একই ঘটনা ঘটেছে বাস্তবে।স্থানীয় পঞ্চায়েত সচিবের সঙ্গে বিহারে মানেরের আরজেডি বিধায়কের ঝগড়ার অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রিঙ্কি দেবী নামে এক মহিলার ডেথ সার্টিফিকেট কবে মিলবে তা জানতে বিধায়ক ভাই বীরেন্দ্র ফোন করেছিলেন স্থানীয় পঞ্চায়েতের সচিবকে।ভাইরাল অডিও ক্লিপের কথোপকথন থেকে বোঝা গিয়েছে, সচিবের কথায় আকাশ থেকে পড়েছেন বীরেন্দ্র। তিনি সচিবকে বলছেন, ‘ভাই বীরেন্দ্রকে চেনো না? অ্যাঁ, বলো কী! আমাকে নিজের পরিচয় দিতে হবে? গোটা দেশ আমাকে চেনে।’ এরপরেই পাল্টা জবাবে শান্ত গলায় সচিব বলেন, ‘যদি আপনি সম্মানের সঙ্গে কথা বলেন, আমিও তাই করব। যদি আপনি বাঁকা কথা বলেন, আমিও ঠিক সে ভাবেই কথা বলব। আমি আপনাকে ভয় পাই না।’ এই কথা শুনে আর মেজাজ হারিয়ে ভাই বীরেন্দ্র। বিধায়কের সঙ্গে এমন আচরণ। রেগে গিয়ে তিনি হুমকি দেন , ‘যত বড় মুখ নয়, তত বড় কথা। জুতো পেটা করব। আপনি প্রোটোকল মানেন না।কে ভাই বীরেন্দ্র? এ কথা বলার সাহস হয় কী করে?’

বিধায়কের হুমকির পরও নির্বিকার থাকেন সচিব। যেন তাঁর কিছুই যায় আসে না। এরপর তিনি শান্ত গলায় বলেন, ‘দয়া করে কাজের কথা বলুন। আপনার কাজই করা হচ্ছে।’ বিধায়ক তখন ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘তুমি যদি স্থানীয় বিধায়ককেই না চেনো, কাজ করবে কী করে? তুমি এই চাকরির যোগ্য নয়। তোমাকে বদলি করে দেব। না, বদলি নয়, তুমি কোথাকার লোক?’ এভাবেই কথাকাটাকাটি চলতেই থাকে সচিব ও বিধায়কের মধ্যে।অন্যদিকে, এই অডিও ক্লিপ ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। বিধায়ক এবং সচিবের কথাকাটাকাটি শুনে একবাক্যে ‘পঞ্চায়েত’-এর উদাহরণ টানছেন নেটিজেনরা।এই ঘটনা ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ বিধায়ক চন্দ্রকিশোর সিং এবং সচিব অভিষেক ত্রিপাঠীর মধ্যে বচসার কথা মনে করিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *