বাসস্টপ নয়। তাও বাস থামানোর জন্য জোরাজুরি করছিলেন। কিন্তু তা করায় বিএমটিসি চালককে বেধড়ক জুতোপেটা করলেন। এমনই অভিযোগ উঠেছে এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সরজাপুর রোডের কাইকোন্দ্রাহাল্লিতে। বাসচালকের অভিযোগ, যানজট যাতে না হয়, সেজন্য তিনি ওই মহিলা যাত্রীকে জানান যে বাসস্ট্যান্ডেই বাস থামবেন এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, বাসচালকের উপর হামলা করেন ওই মহিলা যাত্রী।
সূত্রের খবর, অভিযুক্ত যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ৩৮ নম্বর ডিপোতে কর্মরত ৪২ বছর বয়সী আতাহার হুসেনের দায়ের করা অভিযোগ অনুসারে, তাঁকে টিন ফ্যাক্টরি থেকে ইলেকট্রনিক্স সিটি পর্যন্ত বাস চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বাসে উঠে মহিলা কাইকোন্দ্রাহাল্লি বাসস্ট্যান্ডের টিকিট কেটেছিলেন।
অভিযোগ, বাস চালক হুসেনকে তার অফিসের সামনে বাস থামাতে বলেন মহিলা। কিন্তু ব্যস্ত সময় হওয়ায় সেখানে পুলিশ কোনও যানবাহন থামাতে দিচ্ছিল না। এরপরেই হুসেন ওই মহিলা যাত্রীকে জানান যে তিনি বাসস্ট্যান্ডেই বাস থামাবেন। কিন্তু, মহিলা বাস থামানোর জন্য বারবার জোর করতে থাকেন। কিন্তু তাঁর অনুরোধে কর্ণপাত না করে বাসচালক ডান দিকে বাস ঘোরাচ্ছিলেন, তখন মহিলা চিৎকার করতে শুরু করেন। তিনি বলেন, একজন মহিলার সঙ্গে এমন আচরণ করা যায় না।

বাসচালক হুসেন বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে পড়ি, যখন ওই যাত্রী চিৎকার করতে শুরু করে। ডান দিকে মোড় নেওয়ার পরপরই আমি বাস থামাই এবং ওই যাত্রী নেমে পড়ে। নামার সময় ওই যাত্রী আমাকে কুমন্তব্য করতে শুরু করে। এরপরেই আমি আপত্তি জানাই। বাসে লাগানো সিসিটিভি ক্যামেরা দেখিয়ে সতর্ক করি। এরপরেই ওই মহিলা যাত্রী আবার বাসে উঠে তার জুতো খুলে আমাকে মারধর করে।’
তিনি আরও বলেন, ‘তারপর যখন ওই মহিলা যাত্রী পালানোর চেষ্টা করছিল, আমি তার পিছনে দৌড়ে গিয়ে কাছের মহিলা ট্র্যাফিক পুলিশকে খবর দিই। এরপর ওই মহিলা যাত্রীকে বেলান্দুর থানায় নিয়ে যাওয়া হয়। বাস চালকের অভিযোগ দায়ের করার পর মহিলার স্বামী সেখানে আসেন। তিনি জানান, মহিলা মানসিক সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন। এক পুলিশ আধিকারিক বলেন, বিএনএস ধারা ১২১, ১৩১, ১৩২, এবং ৩৫২-এর অধীনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।